নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন হারবাল ওষুধ বিক্রির অভিযোগে এক ভিয়েতনামের নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার দুজন হলেন ভিয়েতনামের নাগরিক ট্রান আনহা থো ওরফে মি. টনি এবং বাংলাদেশি নাগরিক নুরুল আমিন ওরফে ইয়ামিন। তাঁদের কাছ থেকে চারটি ল্যাপটপ, তিনটি মোবাইল এবং ভিয়েতনাম ও চায়নার তৈরি বিভিন্ন হারবাল ওষুধ জব্দ করা হয়েছে।
আজ শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবারের (দক্ষিণ) অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুর রহমান আজাদ আজকের পত্রিকাকে বলেন, ফেসবুকে স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া আইডি খুলে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন দেশের হারবাল ওষুধ বিক্রি করছিল একটি চক্র। এ ঘটনায় গতকাল ২৪ মে শাহবাগ থানায় একটি মামলা করেন স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হারুন অর রশীদ। ওই মামলার তদন্ত করতে গিয়ে তাঁদের গতকাল গ্রেপ্তার করা হয়।
ডিবি জানিয়েছে, মামলা তদন্ত করতে গিয়ে তারা গুলশানের ইউনিক শিপিং এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানের সন্ধান পায়। এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যমন্ত্রী, সেলিব্রেটিসহ বিভিন্ন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে নিম্নমানের প্রসাধনী ও হারবাল পণ্য বিক্রি করত।
ডিবি সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হতো। ফেসবুকের এসব পেজ ও গ্রুপ ভিয়েতনাম থেকে পরিচালনা করা হতো। ভিয়েতনামে মার্কেটিং টিমও রয়েছে। খ্যাতিমান মানুষের বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ এসব পণ্য অর্ডার করত। সব অর্ডার ভিয়েতনামে চলে যায় এবং এক্সেল সিটের মাধ্যমে সেগুলো ফের গুলশানের অফিসে পাঠানো হতো। এরপর গুলশানের অফিস থেকে এসব নিম্নমানের হারবাল ওষুধ সরবরাহ করা হয়। এটি একটি আন্তদেশীয় প্রতারক চক্র।
তারা মূলত টাক মাথায় চুল গজানো, মুখের রং ফরসাকারী এবং মুখের মেছতা ও কালো দাগের চিকিৎসার কথা বলে এসব হারবাল বিক্রি করত।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন হারবাল ওষুধ বিক্রির অভিযোগে এক ভিয়েতনামের নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার দুজন হলেন ভিয়েতনামের নাগরিক ট্রান আনহা থো ওরফে মি. টনি এবং বাংলাদেশি নাগরিক নুরুল আমিন ওরফে ইয়ামিন। তাঁদের কাছ থেকে চারটি ল্যাপটপ, তিনটি মোবাইল এবং ভিয়েতনাম ও চায়নার তৈরি বিভিন্ন হারবাল ওষুধ জব্দ করা হয়েছে।
আজ শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবারের (দক্ষিণ) অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুর রহমান আজাদ আজকের পত্রিকাকে বলেন, ফেসবুকে স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া আইডি খুলে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন দেশের হারবাল ওষুধ বিক্রি করছিল একটি চক্র। এ ঘটনায় গতকাল ২৪ মে শাহবাগ থানায় একটি মামলা করেন স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হারুন অর রশীদ। ওই মামলার তদন্ত করতে গিয়ে তাঁদের গতকাল গ্রেপ্তার করা হয়।
ডিবি জানিয়েছে, মামলা তদন্ত করতে গিয়ে তারা গুলশানের ইউনিক শিপিং এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানের সন্ধান পায়। এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যমন্ত্রী, সেলিব্রেটিসহ বিভিন্ন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে নিম্নমানের প্রসাধনী ও হারবাল পণ্য বিক্রি করত।
ডিবি সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হতো। ফেসবুকের এসব পেজ ও গ্রুপ ভিয়েতনাম থেকে পরিচালনা করা হতো। ভিয়েতনামে মার্কেটিং টিমও রয়েছে। খ্যাতিমান মানুষের বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ এসব পণ্য অর্ডার করত। সব অর্ডার ভিয়েতনামে চলে যায় এবং এক্সেল সিটের মাধ্যমে সেগুলো ফের গুলশানের অফিসে পাঠানো হতো। এরপর গুলশানের অফিস থেকে এসব নিম্নমানের হারবাল ওষুধ সরবরাহ করা হয়। এটি একটি আন্তদেশীয় প্রতারক চক্র।
তারা মূলত টাক মাথায় চুল গজানো, মুখের রং ফরসাকারী এবং মুখের মেছতা ও কালো দাগের চিকিৎসার কথা বলে এসব হারবাল বিক্রি করত।
অ্যাম্বুলেন্সের যাত্রীদের সবার বাড়ি মাদারীপুরের সদর উপজেলার মিঠাপুকুর এলাকায়। বিল্লাল ফকিরের স্ত্রী রোজিনা বেগম (৩০) অন্তঃসত্ত্বা। আগামী ২৩ মে সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ। তবে গতরাত থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ জন্য সকালে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তাঁর পরিবারের ১০ জন মিলে ঢাকায় যাচ্ছিলেন। ঢাকার
৯ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে ময়নুল বারি (৪৮) নামের এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুগ্রাম মহল্লায় বাড়ির দরজা ভেঙে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
১৫ মিনিট আগেবিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈষম্যমূলক নীতির প্রতিবাদ ও আবাসন ভাতা, হল নির্মাণসহ চার দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তালা দেন তারা।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় হোমিওপ্যাথির দোকান থেকে কেনা অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে একজন চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা মারা যান।
২ ঘণ্টা আগে