শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
আজ সরেজমিন দেখা যায়, নির্দিষ্ট টিকিট সংগ্রহ করে সারি সারি দর্শনার্থীরা পার্কে প্রবেশ করছেন। ভেতরে পার্কের বিভিন্ন বেষ্টনীতে বিভিন্ন পশুপাখি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ পাখির সঙ্গে খেলা করছেন, কেউ বা ছবি তুলেছেন। কোর সাফারি, জলহস্তী, পাখিশালা, ময়ূর বেষ্টনী, ধনেশ বেষ্টনী, উটপাখি বেষ্টনীতে বিভিন্ন বয়সী দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা সাফারি পার্ক গাজীপুরে হাজির হয়। দর্শনার্থীদের পাখিকে তাদের পছন্দের খাবার দিতে দেখা গেছে। অনেকে মিনিবাসে করে পার্কের ভেতর ঘুরে ঘুরে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, ভালুক, জেব্রা, জিরাফ, নীলগাই এসব দেখেন।
ঢাকার রায়েরবাগ থেকে এসেছেন ব্যবসায়ী শফিকুর রহমান। তিনি বলেন, ‘গণমাধ্যম থেকে জানতে পারলাম আজ শুক্রবার সকাল থেকে পার্ক খোলা। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের নিয়ে পার্কে এসেছি। অনেক আনন্দ করছে সবাই। বিশেষ করে শিশুরা অনেক আনন্দ করছে।’
ঢাকার শ্যামলী থেকে শিশুকন্যা লুবনাকে সঙ্গে নিয়ে এসেছেন শারমিন লিপি। তিনি বলেন, ‘আমরা জানতাম না দীর্ঘ সময় পার্কটি বন্ধ ছিল। আজ পার্কে এসে জানতে পারলাম। আসলে আমাদের ভাগ্য খুবই ভালো, দীর্ঘদিন বন্ধ থাকার পর পার্কটি আজ খুলেছে। আমার মেয়ে পাখির সঙ্গে খেলা করেছে। আমারও খুবই আনন্দ হচ্ছে।’
দর্শনার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় বন্ধ থাকার পর খোলার প্রথম দিন স্বজনদের নিয়ে পার্কে ঘুরতে এসেছি। কোর সাফারি পার্কের নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি মিনিবাসের জন্য। মিনিবাসে করে বিভিন্ন প্রাণী দেখব। অনেক আনন্দ করছে সবাই।’
পার্কে আসা মশিউর রহমান বলেন, ‘পার্কে এসে খুবই ভালো লাগছে। দীর্ঘদিন পর পার্কে এসে হিংস্র প্রাণীদের একেবারে কাছ থেকে দেখছি। শিশুরা বেশি আনন্দ পেয়েছে।’ পার্ক ব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, মিনিবাসের সংখ্যা খুবই কম। আরও বাড়ানো দরকার।
সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এ সি এফ মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন পর খোলার পর আজ পার্কে অনেক দর্শনার্থী এসেছে। এই বন্ধে বেশ কিছু প্রাণী শাবকের জন্ম দিয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত প্রজাপতি গার্ডেন, শিশুপার্ক, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম মেরামতের কাজ চলছে। এগুলো বর্তমানে বন্ধ রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটির নতুন নাম সাফারি পার্ক গাজীপুর।
প্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
আজ সরেজমিন দেখা যায়, নির্দিষ্ট টিকিট সংগ্রহ করে সারি সারি দর্শনার্থীরা পার্কে প্রবেশ করছেন। ভেতরে পার্কের বিভিন্ন বেষ্টনীতে বিভিন্ন পশুপাখি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ পাখির সঙ্গে খেলা করছেন, কেউ বা ছবি তুলেছেন। কোর সাফারি, জলহস্তী, পাখিশালা, ময়ূর বেষ্টনী, ধনেশ বেষ্টনী, উটপাখি বেষ্টনীতে বিভিন্ন বয়সী দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা সাফারি পার্ক গাজীপুরে হাজির হয়। দর্শনার্থীদের পাখিকে তাদের পছন্দের খাবার দিতে দেখা গেছে। অনেকে মিনিবাসে করে পার্কের ভেতর ঘুরে ঘুরে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, ভালুক, জেব্রা, জিরাফ, নীলগাই এসব দেখেন।
ঢাকার রায়েরবাগ থেকে এসেছেন ব্যবসায়ী শফিকুর রহমান। তিনি বলেন, ‘গণমাধ্যম থেকে জানতে পারলাম আজ শুক্রবার সকাল থেকে পার্ক খোলা। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের নিয়ে পার্কে এসেছি। অনেক আনন্দ করছে সবাই। বিশেষ করে শিশুরা অনেক আনন্দ করছে।’
ঢাকার শ্যামলী থেকে শিশুকন্যা লুবনাকে সঙ্গে নিয়ে এসেছেন শারমিন লিপি। তিনি বলেন, ‘আমরা জানতাম না দীর্ঘ সময় পার্কটি বন্ধ ছিল। আজ পার্কে এসে জানতে পারলাম। আসলে আমাদের ভাগ্য খুবই ভালো, দীর্ঘদিন বন্ধ থাকার পর পার্কটি আজ খুলেছে। আমার মেয়ে পাখির সঙ্গে খেলা করেছে। আমারও খুবই আনন্দ হচ্ছে।’
দর্শনার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় বন্ধ থাকার পর খোলার প্রথম দিন স্বজনদের নিয়ে পার্কে ঘুরতে এসেছি। কোর সাফারি পার্কের নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি মিনিবাসের জন্য। মিনিবাসে করে বিভিন্ন প্রাণী দেখব। অনেক আনন্দ করছে সবাই।’
পার্কে আসা মশিউর রহমান বলেন, ‘পার্কে এসে খুবই ভালো লাগছে। দীর্ঘদিন পর পার্কে এসে হিংস্র প্রাণীদের একেবারে কাছ থেকে দেখছি। শিশুরা বেশি আনন্দ পেয়েছে।’ পার্ক ব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, মিনিবাসের সংখ্যা খুবই কম। আরও বাড়ানো দরকার।
সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এ সি এফ মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন পর খোলার পর আজ পার্কে অনেক দর্শনার্থী এসেছে। এই বন্ধে বেশ কিছু প্রাণী শাবকের জন্ম দিয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত প্রজাপতি গার্ডেন, শিশুপার্ক, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম মেরামতের কাজ চলছে। এগুলো বর্তমানে বন্ধ রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটির নতুন নাম সাফারি পার্ক গাজীপুর।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৫ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৬ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৬ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৬ ঘণ্টা আগে