Ajker Patrika

কেওক্রাডংয়ে দুর্ঘটনা: হাসিখুশি জয়নব কাজ করতেন ট্রাভেল গ্রুপে

ফারুক ছিদ্দিক, ঢাবি 
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ২৩: ৩৯
কেওক্রাডংয়ে দুর্ঘটনা: হাসিখুশি জয়নব কাজ করতেন ট্রাভেল গ্রুপে

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পর্যটন এলাকায় পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২ জনের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়নব খাতুন। তিনি থাকতেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে।  

আজ শনিবার সকাল ৮টার দিকে জেলা সদরে ফেরার পথে বগা লেক-কেওক্রাডং সড়কের দার্জিলিংপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শাহিরা আফরিন আজকের পত্রিকাকে বলেন, ‘একটা ট্রাভেল গ্রুপের সঙ্গে কাজ করত জয়নব। সেখান থেকে বান্দরবান গিয়েছিল। সে যথেষ্ট ভদ্র, তীক্ষ্ণ মেধাবী এবং অনেকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। বেঁচে থাকলে সে অনেক ভালো কিছু করত জয়নব, এ বিশ্বাস আমার। সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুক।’ 

ঢাবি ছাত্রী জয়নব খাতুন । ছবি: সংগৃহীতজয়নব খাতুনের মৃত্যুতে শোক ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জয়নবের সঙ্গে সবসময় সঙ্গ দিতেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রাহনুমা তাবাসসুম রাফি। রাফির সঙ্গে যোগাযোগ করলে তিনি (রাফি) কথা বলতে পারেননি আজকের পত্রিকার এ প্রতিবেদকের সঙ্গে। ‘আমার সবকিছু হারিয়ে গেল’—বলে কান্নায় ভেঙে পড়েন জয়নবের কাছের বন্ধু রাফি। 

জয়নবের সঙ্গে বন্ধুত্ব ছিল প্রথম বর্ষের একই হলের তানিয়া আক্তার তাপসীর সঙ্গে। তাপসীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কথা বলার অবস্থায় নেই বলে জানান। পরে মেসেজ দিয়ে তাপসী লিখেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম দিন থেকে আমরা একসঙ্গে। প্রোগ্রাম কিংবা যেকোনো উৎসবে একসঙ্গে চলছি। ওর মতো দায়িত্বশীল মানুষ খুব ছিল। বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করত। সংগঠন করতে গিয়েই ওর সম্ভাবনাময় প্রাণ ঝরে গেলো। আফসোস ছাড়া কিছু বলার শক্তি পাচ্ছি না। আল্লাহ জয়নব কে ভালো রাখুক এটাই দোয়া করি।’ 

বন্ধুদের সঙ্গে ঢাবি ছাত্রী জয়নব খাতুন । ছবি: সংগৃহীতজয়নবের অপর এক বন্ধু গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘বঙ্গমাতা হলের দিকে গিয়ে জয়নবকে নক করলে আর সে হলে থাকলে কখনোই চা না খেয়ে ফিরতে পারিনি। এখন হাজার নক করলেও একসাথে চা খাওয়া হবে না। দ্বিতীয় বর্ষের শুরুর দিকে জয়নবের সঙ্গে আমার পরিচয়। এরপর যেখানেই দেখা হয়েছে সেখানেই হাসিমুখে কথা বলেছে। 

গত বছর বইমেলাতে সে যেই প্যাভিলিয়নে ছিল সেখানে গিয়ে দীর্ঘক্ষণ আড্ডা দিয়েছি। সব সময় হাসিখুশি ও প্রাণচাঞ্চল্যে থাকা সেই জয়নব আর আমাদের মাঝে নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ তা’আলা যেন জয়নবকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। (আমিন)’ 

ঢাবি ছাত্রী জয়নব খাতুন । ছবি: সংগৃহীতপড়ালেখার পাশাপাশি জয়নব ছিলেন সহশিক্ষা কার্যক্রমে সরব। ঢাকা বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের সদস্য, হিমু পরিবহনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভ্রমণ কন্যার সদস্য ছিলেন। এ ছাড়াও ভ্রমণ কন্যা-ট্রাভেলস অব বাংলাদেশ—এর সেরা ভলানটিয়ার এবং মুভার’স একটি সচেতনতামূলক সংগঠন যার শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত