Ajker Patrika

হৃদয় মণ্ডলের পরিবারের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হৃদয় মণ্ডলের পরিবারের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তারের হওয়া মুন্সিগঞ্জ সদরের বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ের গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের পরিবারের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শনিবার ফায়ার সার্ভিস আয়োজিত এক ইফতার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের সঙ্গে কেন এমন হলো—তা তদন্ত করা হচ্ছে। তার পরিবারের সুরক্ষার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২১ মার্চ শ্রেণিকক্ষে পাঠদানের সময় বিজ্ঞান ও ধর্ম প্রসঙ্গে আলোচনার সূত্রে ধর্ম অবমাননার অভিযোগে পরদিন গ্রেপ্তার হন এই শিক্ষক। এদিকে গ্রেপ্তারের দুই সপ্তাহ পর হলেও এখনো আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই শিক্ষকের পরিবার। হৃদয় চন্দ্র মণ্ডলের স্ত্রী ববিতা হাওলাদার হামলার শিকার হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন।  

এদিকে হৃদয় চন্দ্র মণ্ডলকে মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রের শিকার দাবি করে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে উদীচী শিল্পী গোষ্ঠী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত