Ajker Patrika

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি

অনলাইন ডেস্ক
সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা
সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

তৃতীয় ধাপে বাদ পড়া চলমান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান নিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকেরা দ্বিতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে শিক্ষকেরা জানান, তৎকালীন ফ্যাসিস্ট সরকার ২০১৩ সালের ৯ জানুয়ারি সারা দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা করেন। কিন্তু সমপর্যায় যোগ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক কারণে সারা দেশে তিন পার্বত্য জেলা ও ছিটমহলসহ প্রায় ৪ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হতে বঞ্চিত হয়।

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ‘জাতীয়করণের দাবিতে বিগত ২০১৫ সাল থেকে দীর্ঘদিন যাবৎ আন্দোলন ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে। ২০১৮ সালে ১৮ দিন ২০১৯ সালে ৫৬ দিন জাতীয় প্রেসক্লাবে অনশন পালন করে ১৮ সালে অনশন চলাকালীন সময়ে তৎকালীন সচিব আকরাম আল হাসান আন্দোলনরত শিক্ষকদের নিকট আসে এবং আশ্বস্ত করেন ৬ মাসের মধ্যে বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতাভুক্ত ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু ২০২০ সালের ৬ সেপ্টেম্বর ক্ষমতার অপব্যবহার করে এক বিজ্ঞপ্তি জারি করে। যাতে উল্লেখ ছিল-আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আপাতত সুযোগ নেই। আমরা ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট সাবেক সচিবের বিজ্ঞপ্তি বাতিলসহ বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতাভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।’

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন—বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মো. ফিরোজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী লিটন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত