Ajker Patrika

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত আরও ৬৬ জন, লক্ষণ নিয়ে শিশুর মৃত্যু

বরগুনা প্রতিনিধি
বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা
বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

বরগুনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ জন। এ নিয়ে চলতি বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজর ৩৫৭ জন। এ দিকে আজ শনিবার (৫ জুলাই) বেলা ১টার দিকে জেলার বামনা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আ. রহমান মল্লিকের শিশুকন্যা রাইছা (১১) ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে মারা গেছে বলে জানা গেছে।

শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালেই মারা গেছে ৬ জন। অন্যরা সবাই উন্নত চিকিৎসার জন্য বরিশাল কিংবা বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে কিংবা হাসপাতালে মারা যায়।

চিকিৎসক মনিরুজ্জামান আজকের পত্রিকাকে জানান, কিছুদিন আগে শিশু রাইছার পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু নেগেটিভ আসে। তবে তার প্লাটিলেট কম হওয়ায় চিকিৎসক শিশুটিকে বরিশালে যাওয়ার পরামর্শ দেন। পরে বরিশালে পরীক্ষায় ওই রোগীর এনএসওয়ান নেগেটিভ ও প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কিছু কম আসে। স্বজনেরা তাকে বাড়িতে নিয়ে আসে চিকিৎসকের ব্যবস্থাপত্রে ওষুধ সেবন করায়। আজ শনিবার দুপুরের দিকে শিশুটি গুরুতর অসুস্থ হলে তাকে বামনা হাসপাতালে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে। তবে শিশুটি ডেঙ্গুর সব লক্ষণ নিয়ে মারা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে হারতে দিতে পারি না: ইইউকে চীন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত