Ajker Patrika

যশোরে সাড়ে ৪ কোটি টাকার সোনার বারসহ ২ পাচারকারী গ্রেপ্তার

­যশোর প্রতিনিধি
যশোরে সোনার বারসহ গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা
যশোরে সোনার বারসহ গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা

যশোরে অভিযান চালিয়ে সোনার ২৩টি বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব সোনার ওজন ৩ কেজির বেশি এবং মূল্য সাড়ে ৪ কোটি টাকার বেশি। এ ঘটনায় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার ভোরে সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযুক্ত দুজন হলেন শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল মালেকের ছেলে মো. মেহেদী হাসান (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন স্বীকার করেছেন, তাঁরা ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারিদের কাছে থেকে সোনার বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশে যশোর-মহেশপুর সীমান্তে যাচ্ছিলেন।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদগড় বাসস্ট্যান্ড-সংলগ্ন রাস্তায় একটি টহল দল অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে তল্লাশি করে তাঁদের কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৩টি সোনার বার জব্দ করা হয়। বারগুলোর ওজন ৩ কেজি ৯৫ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৭ লাখ টাকা। পরে দুজনের বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে হারতে দিতে পারি না: ইইউকে চীন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত