নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম (১৩) নামের এক স্কুলছাত্র প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। তাজিম মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুরের দন্ত্য চিকিৎসক সৈয়দ সোলায়মান কবীর খোকনের ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসার পাশেই প্রাইভেট পড়তে গিয়ে আর ফেরেনি।
তাজিমের বাবা সৈয়দ সোলায়মান বলেন, ‘সন্ধ্যায় বাসার পাশেই প্রাইভেটের বকেয়া পাঁচ হাজার টাকা নিয়ে বের হয় তাজিম। পরে আর বাসায় ফেরেনি। প্রথমে তার খোঁজ চেয়ে ফেসবুকে পোস্ট করা হয়েছে। ফেসবুকে দেওয়া নম্বরে একাধিক ব্যক্তি কল করে তাজিমকে ফিরিয়ে দেওয়ার শর্তে টাকা চেয়েছে। তবে তাজিম পরিবারের অন্য সবার নম্বর জানে। সেগুলোতে এখনো কোনো কল আসেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’ তিনি বলেন, আত্মীয়স্বজনদের বাসায় খবর নেওয়া হয়েছে। তাদের কারও বাড়িতেও যায়নি তাজিম।
এদিকে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, তাজিম বাসা থেকে বের হয়ে আর প্রাইভেট শিক্ষকের কাছে যায়নি। পরিচিত একজনের অটোরিকশা দিয়ে সিএনজি স্টেশনে গিয়ে তারপর নেত্রকোনা গিয়েছে। তারপর হয়তো পরিচিত কারও কাছে গিয়েছে। যে অটোরিকশাচালক তাজিমকে নেত্রকোনার সিএনজিতে তুলে দিয়েছিল তাকে থানায় ডেকে আনা হয়েছিল। সেই চালকই এসব তথ্য জানিয়েছে। তাজিম ওই চালককে বলেছিল, সে নেত্রকোনায় এক আত্মীয়র বাসায় যাচ্ছে।
ওসি আরও বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। তাজিমকে খুঁজে বের করতে চেষ্টা অব্যাহত রয়েছে।’
নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম (১৩) নামের এক স্কুলছাত্র প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। তাজিম মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুরের দন্ত্য চিকিৎসক সৈয়দ সোলায়মান কবীর খোকনের ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসার পাশেই প্রাইভেট পড়তে গিয়ে আর ফেরেনি।
তাজিমের বাবা সৈয়দ সোলায়মান বলেন, ‘সন্ধ্যায় বাসার পাশেই প্রাইভেটের বকেয়া পাঁচ হাজার টাকা নিয়ে বের হয় তাজিম। পরে আর বাসায় ফেরেনি। প্রথমে তার খোঁজ চেয়ে ফেসবুকে পোস্ট করা হয়েছে। ফেসবুকে দেওয়া নম্বরে একাধিক ব্যক্তি কল করে তাজিমকে ফিরিয়ে দেওয়ার শর্তে টাকা চেয়েছে। তবে তাজিম পরিবারের অন্য সবার নম্বর জানে। সেগুলোতে এখনো কোনো কল আসেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’ তিনি বলেন, আত্মীয়স্বজনদের বাসায় খবর নেওয়া হয়েছে। তাদের কারও বাড়িতেও যায়নি তাজিম।
এদিকে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, তাজিম বাসা থেকে বের হয়ে আর প্রাইভেট শিক্ষকের কাছে যায়নি। পরিচিত একজনের অটোরিকশা দিয়ে সিএনজি স্টেশনে গিয়ে তারপর নেত্রকোনা গিয়েছে। তারপর হয়তো পরিচিত কারও কাছে গিয়েছে। যে অটোরিকশাচালক তাজিমকে নেত্রকোনার সিএনজিতে তুলে দিয়েছিল তাকে থানায় ডেকে আনা হয়েছিল। সেই চালকই এসব তথ্য জানিয়েছে। তাজিম ওই চালককে বলেছিল, সে নেত্রকোনায় এক আত্মীয়র বাসায় যাচ্ছে।
ওসি আরও বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। তাজিমকে খুঁজে বের করতে চেষ্টা অব্যাহত রয়েছে।’
সিলেটের গোয়াইনঘাটে বাজারে কয়েকটি দোকান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ইটাচকি গ্রামের বাবুল মিয়া ও খলামাধব গ্রামের আলাউদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে ঘণ্টাব্যাপী
৪ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা শেখ হাসিনা সরকারের পতনের জন্য আন্দোলন করেছি, গণ-অভ্যুত্থান ঘটিয়েছি। তবে এবারের আন্দোলন শুধু ক্ষমতা বদলের জন্য নয়—এটি একটি নতুন দেশ গড়ার আন্দোলন। শনিবার (৫ জুলাই) বিকেলে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম মাঠে ‘বিচার সংস্কার
১৫ মিনিট আগেবিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু দেশকে নিঃস্ব করে দিয়ে গেছেন। তিনি বলেন, ‘প্রায় ১৭ বছরটি বাংলাদেশে একটি কালো অধ্যায় ছিল। ফ্যাসিস্ট মাফিয়া শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। তিনি যেমন করে আমাদের ভোটের অধিকার ও গণতন্ত্র হরণ করেছিলেন,
২৭ মিনিট আগেকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় এলাকায় এক দোকানির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই নেতা হচ্ছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উল্লাস মাহমুদ এবং ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন।
৩০ মিনিট আগে