Ajker Patrika

প্রাইভেট পড়তে বেরিয়ে স্কুলছাত্র নিখোঁজ

নেত্রকোনা প্রতিনিধি
নিখোঁজ শিক্ষার্থী তাজিম। ছবি: সংগৃহীত
নিখোঁজ শিক্ষার্থী তাজিম। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম (১৩) নামের এক স্কুলছাত্র প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। তাজিম মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুরের দন্ত্য চিকিৎসক সৈয়দ সোলায়মান কবীর খোকনের ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসার পাশেই প্রাইভেট পড়তে গিয়ে আর ফেরেনি।

তাজিমের বাবা সৈয়দ সোলায়মান বলেন, ‘সন্ধ্যায় বাসার পাশেই প্রাইভেটের বকেয়া পাঁচ হাজার টাকা নিয়ে বের হয় তাজিম। পরে আর বাসায় ফেরেনি। প্রথমে তার খোঁজ চেয়ে ফেসবুকে পোস্ট করা হয়েছে। ফেসবুকে দেওয়া নম্বরে একাধিক ব্যক্তি কল করে তাজিমকে ফিরিয়ে দেওয়ার শর্তে টাকা চেয়েছে। তবে তাজিম পরিবারের অন্য সবার নম্বর জানে। সেগুলোতে এখনো কোনো কল আসেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’ তিনি বলেন, আত্মীয়স্বজনদের বাসায় খবর নেওয়া হয়েছে। তাদের কারও বাড়িতেও যায়নি তাজিম।

এদিকে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, তাজিম বাসা থেকে বের হয়ে আর প্রাইভেট শিক্ষকের কাছে যায়নি। পরিচিত একজনের অটোরিকশা দিয়ে সিএনজি স্টেশনে গিয়ে তারপর নেত্রকোনা গিয়েছে। তারপর হয়তো পরিচিত কারও কাছে গিয়েছে। যে অটোরিকশাচালক তাজিমকে নেত্রকোনার সিএনজিতে তুলে দিয়েছিল তাকে থানায় ডেকে আনা হয়েছিল। সেই চালকই এসব তথ্য জানিয়েছে। তাজিম ওই চালককে বলেছিল, সে নেত্রকোনায় এক আত্মীয়র বাসায় যাচ্ছে।

ওসি আরও বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। তাজিমকে খুঁজে বের করতে চেষ্টা অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, ভারতের মোদির ভাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত