Ajker Patrika

শ্রীপুরে নির্মাণাধীন কারখানায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

শ্রীপুরে নির্মাণাধীন কারখানায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে একটি নির্মাণাধীন টেক্সটাইল কারখানার রড কাটার সময় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিদ্যুতায়িত হলে কারখানা কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিক আহাদ হোসেন (২০) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লারুয়া গ্রামের ওহাব আলীর ছেলে। তিনি উপজেলার সৌরভ হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ব্লসি টেক্সটাইলের নির্মাণাধীন ভবনে রড কাটার কাজ করতেন।

আজ মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুরের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই শ্রমিক।

 এ বিষয়ে জানতে ব্লসি টেক্সটাইল কারখানার মানবসম্পদ কর্মকর্তা রুহুল আমিনের মোবাইলে ফোন করলেও তিনি ধরেননি। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারা হোসেন বলেন, আহাদ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন। এর পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায়। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত কবীর আজকের পত্রিকাকে বলেন, হাসপাতাল থেকে শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত