হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধুমালী চরের প্রাকৃতিক বনের শতাধিক গাছ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। গত ১২ ও ১৩ নভেম্বর বনটি পুড়িয়ে ফেলা হয়। এতে বনে থাকা নানা প্রজাতির পাখি তাদের আবাসস্থল হারিয়েছে।
স্থানীয়রা জানান, স্থানীয় খেরু নামের এক ব্যক্তি জমির ঘাস পোড়ানোর জন্য প্রাকৃতিক বনসংলগ্ন পাশের জমিতে আগুন দেন। সেই আগুন বনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং শতাধিক গাছ পুড়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
পরিবেশবিষয়ক সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গের সাধারণ সম্পাদক প্রণব পাল বলেন, পরিবেশ সংগঠন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’ হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর খেয়াঘাট থেকে নারায়ণকান্দি পর্যন্ত সরকারি রাস্তার দুপাশে পাঁচ শতাধিক নানা প্রজাতির ফুল-ফল ও ঔষধি গাছের চারা রোপণ করে। সম্প্রতি এক ব্যক্তি আগুন জ্বালিয়ে দিয়ে রাস্তার দুপাশের ঘাস পোড়ানোর অজুহাতে গাছের চারাগুলো পুড়িয়ে ফেলেছেন। এ ছাড়া প্রাকৃতিক বনেও আগুন দিয়ে শতাধিক গাছ পুড়িয়ে ফেলা হয়েছে।
প্রণব পাল আরও বলেন, এ ঘটনায় সংগঠনটি তীব্র প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, গাছগুলো দেখলে যে কারও মায়া হবে। এলাকার এক ব্যক্তি এ কাজ করেছেন। তিনি জমির আগাছা পরিষ্কার করতে আগুন দেন বলে শুনেছি। সেই আগুনে বনের গাছগুলো পুড়ে গেছে।
হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মানিকগঞ্জের সবচেয়ে সুন্দর ও বড় হারুকান্দি ইউনিয়নের চরাঞ্চলে এই বন। এই বনে প্রায় তিন হাজারের বেশি গাছ রয়েছে। বনটি পশু ও পাখির আবাসস্থল। বনের ২৩০টি গাছ পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বন বিভাগ থেকে স্থানীয় ওই ব্যক্তি খেরুর নামে মামলা দায়ের করেছি।’
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বনের ১১১টির মতো গাছ পুরোপুরি পুড়ে গেছে। এ বিষয়ে ফরেস্ট অফিসারকে ব্যবস্থা নিতে বলেছি। এই বনে শিগগিরই নতুন করে গাছ রোপণ করা হবে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় খেরুর নাম উল্লেখ করে বন বিভাগ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধুমালী চরের প্রাকৃতিক বনের শতাধিক গাছ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। গত ১২ ও ১৩ নভেম্বর বনটি পুড়িয়ে ফেলা হয়। এতে বনে থাকা নানা প্রজাতির পাখি তাদের আবাসস্থল হারিয়েছে।
স্থানীয়রা জানান, স্থানীয় খেরু নামের এক ব্যক্তি জমির ঘাস পোড়ানোর জন্য প্রাকৃতিক বনসংলগ্ন পাশের জমিতে আগুন দেন। সেই আগুন বনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং শতাধিক গাছ পুড়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
পরিবেশবিষয়ক সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গের সাধারণ সম্পাদক প্রণব পাল বলেন, পরিবেশ সংগঠন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’ হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর খেয়াঘাট থেকে নারায়ণকান্দি পর্যন্ত সরকারি রাস্তার দুপাশে পাঁচ শতাধিক নানা প্রজাতির ফুল-ফল ও ঔষধি গাছের চারা রোপণ করে। সম্প্রতি এক ব্যক্তি আগুন জ্বালিয়ে দিয়ে রাস্তার দুপাশের ঘাস পোড়ানোর অজুহাতে গাছের চারাগুলো পুড়িয়ে ফেলেছেন। এ ছাড়া প্রাকৃতিক বনেও আগুন দিয়ে শতাধিক গাছ পুড়িয়ে ফেলা হয়েছে।
প্রণব পাল আরও বলেন, এ ঘটনায় সংগঠনটি তীব্র প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, গাছগুলো দেখলে যে কারও মায়া হবে। এলাকার এক ব্যক্তি এ কাজ করেছেন। তিনি জমির আগাছা পরিষ্কার করতে আগুন দেন বলে শুনেছি। সেই আগুনে বনের গাছগুলো পুড়ে গেছে।
হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মানিকগঞ্জের সবচেয়ে সুন্দর ও বড় হারুকান্দি ইউনিয়নের চরাঞ্চলে এই বন। এই বনে প্রায় তিন হাজারের বেশি গাছ রয়েছে। বনটি পশু ও পাখির আবাসস্থল। বনের ২৩০টি গাছ পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বন বিভাগ থেকে স্থানীয় ওই ব্যক্তি খেরুর নামে মামলা দায়ের করেছি।’
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বনের ১১১টির মতো গাছ পুরোপুরি পুড়ে গেছে। এ বিষয়ে ফরেস্ট অফিসারকে ব্যবস্থা নিতে বলেছি। এই বনে শিগগিরই নতুন করে গাছ রোপণ করা হবে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় খেরুর নাম উল্লেখ করে বন বিভাগ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন।
৫ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে এক কারখানার দুই শ্রমিককে অস্ত্রের মুখে তুলে নিয়ে মুক্তপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণকারীদের মুক্তিপণ দাবির ফোন পেয়েই এক মা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। অপহরণকারীরা দুজনকে তুলে নিয়ে বেদম মারধর করে বাড়িতে মুক্তিপণ দাবি করে ফোন দেয়। সন্তান অপহরণের শিকার এমন খবর পেয়ে এক নারী (মা) মারা গেল
২২ মিনিট আগেবিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো ‘হিজাব র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ক্যাম্পাসের ভিসি চত্বর থেকে র্যালিটি শুরু হয়। টিএসসি হয়ে রাসেল টাওয়ার ঘুরে আবারও রাজু ভাস্কর্যে গিয়ে এটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
৪১ মিনিট আগেঅবৈধপথে ইতালি যাওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে গিয়ে ফরিদপুরের দুই যুবককে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিবারের অভিযোগ, ইতালি যাওয়ার জন্য প্রত্যেক পরিবার দালাল চক্রকে ১৬ লাখ টাকা দেয়। কিন্তু সেই টাকা লিবিয়ার মাফিয়াদের দেওয়া হয়নি বলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হত্যা করে। হত্যার বিষয়টি ধামাচাপা দিতে বা
১ ঘণ্টা আগে