Ajker Patrika

শ্রীপুরে বিএনপির অবস্থান কর্মসূচি 

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৫: ২৪
শ্রীপুরে বিএনপির অবস্থান কর্মসূচি 

গাজীপুরের শ্রীপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার টেংরা রাস্তার মোড়ে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। 

কর্মসূচিতে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির সভাপতিত্ব করেন। কর্মসূচি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম, প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাবেক সভাপতি মো. মোতালেব হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী। 

এ নিয়ে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, কর্মসূচি শুরুর আগেই পুলিশ এসে অবস্থান নিয়েছে। সে জন্য আমাদের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত