Ajker Patrika

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১২: ২৯
আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হওয়ার আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

জানা গেছে, আজ সকাল ৯টার দিকে গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর রেলস্টেশনে লাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড করার সময় একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদের দিকে যাত্রাবিরতি করে। 

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ বলেন, রেললাইনের ওপর উল্টে যাওয়া ক্রেনটি সরিয়ে নেওয়া হয়েছে। পরে বেলা সাড়ে ১১টা দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত