Ajker Patrika

কুয়েট শিক্ষকের মৃত্যুর ঘটনায় ‘নিরপেক্ষ’ তদন্তের দাবি জবি শিক্ষক সমিতির

জবি প্রতিনিধি
কুয়েট শিক্ষকের মৃত্যুর ঘটনায় ‘নিরপেক্ষ’ তদন্তের দাবি জবি শিক্ষক সমিতির

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে তাঁরা এ দাবি জানান। 

বিবৃতিতে বলা হয়, ‘গত ৩০ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং লালন শাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যু ঘটে। তাঁর এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’ 

বিবৃতিতে মরহুম অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত