টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। মঙ্গলবার সকালে গাজীপুরা সাতাইশ এলাকার বেইস ফ্যাশনস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকেরা উত্তেজিত হয়ে গাজীপুরা-সাতাইশ শাখা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন।
পুলিশ জানায়, বেইস ফ্যাশনস কারখানায় প্রায় ৮০০ শ্রমিক কাজ করতেন। গত রোববার কারখানা কর্তৃপক্ষ অসদাচরণের অভিযোগ এনে এক শ্রমিককে ছাঁটাই করেন। এতে কারখানাটির অন্য শ্রমিকেরা সোমবার দিনভর কারখানার ভেতর কর্মবিরতি পালন করেন। পরে বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।
পরদিন মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানাটির প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বেলা বাড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরা-সাতাইশ আঞ্চলিক শাখা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। দুপুরে শ্রমিকেরা সড়ক ছেড়ে আবার কারখানার সামনে অবস্থান নেন।
বেইস ফ্যাশনস লিমিটেড কারখানার মালিক এহতেরাব হোসেন বলেন, কারখানায় শ্রমিকদের কোনো বেতন-ভাতা বকেয়া নেই। অসদাচরণ করলে কারখানা কর্তৃপক্ষ যে কাউকেই ছাঁটাই করতে পারে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, দিনভর কারখানার সামনে অবস্থান শেষে মঙ্গলবার বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা চলে যান। বিষয়টি সমাধান করতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কারখানামালিক তাঁর নেওয়া সিদ্ধান্তে অনড় থাকবে বলে জানিয়েছেন।
গাজীপুরের টঙ্গীতে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। মঙ্গলবার সকালে গাজীপুরা সাতাইশ এলাকার বেইস ফ্যাশনস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকেরা উত্তেজিত হয়ে গাজীপুরা-সাতাইশ শাখা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন।
পুলিশ জানায়, বেইস ফ্যাশনস কারখানায় প্রায় ৮০০ শ্রমিক কাজ করতেন। গত রোববার কারখানা কর্তৃপক্ষ অসদাচরণের অভিযোগ এনে এক শ্রমিককে ছাঁটাই করেন। এতে কারখানাটির অন্য শ্রমিকেরা সোমবার দিনভর কারখানার ভেতর কর্মবিরতি পালন করেন। পরে বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।
পরদিন মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানাটির প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বেলা বাড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরা-সাতাইশ আঞ্চলিক শাখা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। দুপুরে শ্রমিকেরা সড়ক ছেড়ে আবার কারখানার সামনে অবস্থান নেন।
বেইস ফ্যাশনস লিমিটেড কারখানার মালিক এহতেরাব হোসেন বলেন, কারখানায় শ্রমিকদের কোনো বেতন-ভাতা বকেয়া নেই। অসদাচরণ করলে কারখানা কর্তৃপক্ষ যে কাউকেই ছাঁটাই করতে পারে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, দিনভর কারখানার সামনে অবস্থান শেষে মঙ্গলবার বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা চলে যান। বিষয়টি সমাধান করতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কারখানামালিক তাঁর নেওয়া সিদ্ধান্তে অনড় থাকবে বলে জানিয়েছেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় র্যাবের অভিযানে ৮৪ কেজি গাঁজা ও ২১ হাজার পিস আতশবাজিসহ মো. হৃদয় হাসান (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
২০ মিনিট আগেএই রাস্তাটা একসময় আমাদের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম ছিল। কিন্তু মাহিন্দ্রা গাড়িগুলো চলাচল শুরুর পর থেকেই রাস্তাটির বেহাল দশা শুরু হয়। ভারী এসব যানবাহনের চাপে রাস্তার বিভিন্ন জায়গায় গভীর গর্ত সৃষ্টি হয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাঁটাচলার সময় একধরনের আতঙ্ক কাজ করে, কখন কোথায় পা পিছলে পড়ে যাব, তার
২৫ মিনিট আগেউজান থেকে নেমে আসা ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। সোমবার সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক শূন্য ৭ মিটার, যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
৪১ মিনিট আগেস্থানীয় বিএনপি নেতা ফরিদ খাঁ বলেন, ‘৫ আগস্ট ৩টার দিকে আনন্দ মিছিল থেকে ফেরার সময় ওয়াজেদ ও তার লোকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এখন তারাই “জুলাই যোদ্ধা” হয়ে গেছে।’
১ ঘণ্টা আগে