Ajker Patrika

বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ গার্মেন্টস কর্মী, ৪৮ ঘণ্টায়ও মেলেনি খোঁজ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ গার্মেন্টস কর্মী, ৪৮ ঘণ্টায়ও মেলেনি খোঁজ

বন্ধুর সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমেছিলেন আরিফ নামে এক গার্মেন্টস কর্মী। দুই বন্ধু একসঙ্গে ডুব দিয়েছিল পানিতে। সঙ্গে থাকা বন্ধু পারভেজ উঠে এলেও আরিফের খোঁজ পাওয়া যায়নি। প্রায় ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন তিনি। 

গত শুক্রবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের সাইলোঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজের পর থেকে দুদিন ধরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। 

নিখোঁজ আরিফ (২১) ৪ নম্বর ওয়ার্ডের বাগান বাড়ি এলাকার সোবহানের ছেলে। তিনি সিম্বা নামের একটি গার্মেন্টসের অপারেটর ছিলেন। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন দুই বন্ধু। পরে তাঁরা সাইলো ঘাটে নোঙর করা জাহাজ থেকে লাফ দেন। এক বন্ধু ফিরে আসতে পারলেও আরেক বন্ধু ফিরে আসেনি। তাদের ধারণা নদীতে তীব্র স্রোতে ডুবে গিয়েছে। 

নিখোঁজের আরিফের আরেক বন্ধু ইয়াছিন বলেন, ‘আরিফ আমার বাল্যকালের বন্ধু। আমরা দুদিন ধরে অনেক খোঁজাখুঁজি করছি। এখনো তার খোঁজ পাইনি। এখন আবার নৌকায় করে ২০-২৫ জন খুঁজতেছি।’ 

নিখোঁজের দিন আরিফের বোন বিউটি গণমাধ্যমে বলেছিলেন, সেদিন তার ভাইয়ের অফিস বন্ধ ছিল। বন্ধের দিনে সকাল থেকে বৃষ্টি থাকার কারণে তার ভাই তার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে আর বাড়ি ফেরেনি। 

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিরন মিয়া জানান, নিখোঁজের খবর পাওয়ার পরই আমরা নারায়ণগঞ্জ নৌ-ফায়ার সার্ভিসের কাছে জানিয়েছি। মূলত নৌ-পথে কোনো দুর্ঘটনা ঘটলে তারাই কাজ করে। নিখোঁজের সন্ধানে তাদের ডুবুরি কাজ করছে। 

কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মহসিন হোসাইন বলেন, ‘এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। আমরা এবং ফায়ার সার্ভিস যৌথ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত