Ajker Patrika

গোপালগঞ্জে লরি ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ৪ 

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৩: ০৫
গোপালগঞ্জে লরি ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ৪ 

গোপালগঞ্জে খননযন্ত্র বহন করা লরি ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন তিনজন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার আরামবাগের সিকদার মানিক সড়কের সামনে গাড়ি দুটির সংঘর্ষ হয়। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেন। 

ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। তাঁদের মধ্যে কেবল একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি অ্যাম্বুলেন্সটির চালক ছিলেন। অ্যাম্বুলেন্সচালক মমিন (৪০) রাজবাড়ী জেলার কালুখালী থানার বোয়ালপাড়া এলাকার গুলজার খানের ছেলে। 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলের পাশেই চা খাওয়ার সময় হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পাই। আমরা সাত-আটজন দৌড়ে গিয়ে দেখি সড়কে অ্যাম্বুলেন্স ও ভেকুবাহী লরির সংঘর্ষ হয়েছে। এতে রাস্তার দুপাশে অ্যাম্বুলেন্স ও লরি ছিটকে পড়ে আছে। আমাদের চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে আসে। আমরা অ্যাম্বুলেন্সের গ্লাস ভেঙে আহতদের উদ্ধার করি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আসে ঘটনাস্থলে।’ 

দুর্ঘটনাকবলিত ভেকুবাহী লরিগোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. রাসেল বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে খুলনাগামী ভেকুবাহী লরির সংঘর্ষ হয়। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার আরামবাগের সিকদার মানিক সড়কের সামনে এ দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পরে একজন মারা যান। আহত অপর তিনজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অ্যাম্বুলেন্সচালকের পরিচয় পাওয়া গেছে। নিহত অপর তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত