Ajker Patrika

‘দলীয় লেজড়বৃত্তি ও বাঙালিত্বকে পাশ কাটানো কতটা ভয়ংকর তার উপযুক্ত উদাহরণ বুয়েট’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ২২: ১৭
‘দলীয় লেজড়বৃত্তি ও বাঙালিত্বকে পাশ কাটানো কতটা ভয়ংকর তার উপযুক্ত উদাহরণ বুয়েট’

দলীয় লেজুড়বৃত্তি ও বাঙালিত্বকে পাশ কাটানোর রাজনৈতিক কর্মকাণ্ড কতটা ভয়ংকর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তার উপযুক্ত উদাহরণ বলে মনে করে যুব বাঙালি।

আজ সোমবার সংগঠনটির সভাপতি রায়হান তানভীর ও সাধারণ সম্পাদক ইউসুফ সরকার এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন।

তাঁরা বলেন, বাঙালির হাজার বছরের লালিত স্বপ্ন স্বাধীন জাতি রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন ও সশস্ত্র সংগ্রামে বুয়েট শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সব গণতান্ত্রিক সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন তাঁরা।

তাঁরা আরও বলেন, ‘দলীয় লেজুড়বৃত্তি ও বাঙালিত্বকে পাশ কাটিয়ে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে বুয়েট কর্তৃপক্ষের যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত তা ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিপথগামী করে তুলতে পারে বলে আমরা আশঙ্কা করছি। একই সঙ্গে আমরা আশঙ্কা করছি, বুয়েটসহ শিক্ষাপ্রতিষ্ঠানে সব ছাত্রসংগঠনের সহাবস্থান ও বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি-নির্ভর আধুনিক মনস্ক রাজনীতি নিশ্চিত না হলে বাঙালিত্বের প্রতি শিক্ষার্থীদের যে আবেগ তা উগ্র কর্মকাণ্ডের দিকে ধাবিত করতে পারে।’

অবিলম্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের এ ধরনের অগণতান্ত্রিক দ্বৈতনীতি বাতিল করে বাংলা ও বাঙালিত্বের বিকাশের পথকে প্রশস্ত করতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে জাতীয় চিন্তার অগ্রগতি সাধনে দলীয় লেজুড়বৃত্তি বন্ধের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সৃষ্টির আহ্বান জানান নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত