Ajker Patrika

অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কষ্টে দিন কাটাচ্ছেন দিনমজুরেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৭: ৩৯
অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কষ্টে দিন কাটাচ্ছেন দিনমজুরেরা

বিএনপির ডাকা গণসমাবেশকে ঘিরে সড়কে আজ যানবাহনের চলাচল ছিল খুবই সীমিত। অনেক দোকানপাট ছিল বন্ধ। ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র বলে খ্যাত পুরান ঢাকায় সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ দোকানই বন্ধ। কয়েকটি দোকান খোলা থাকলেও সেখানে বেচাকেনা নেই। কাজ না পেয়ে অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ী, কর্মচারী, দিনমজুর ও ঠেলাগাড়ি চালকেরা। 

হুমায়ূন কবির নামে এক দিনমজুর জানান, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর সংসার। প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করেন তিনি। কিন্তু আজ শনিবার সকাল থেকে এক টাকাও রোজগার করতে পারেননি। 

কীভাবে সংসার চলাবেন জানতে হুমায়ূন কবির বলেন, ‘আল্লাহর ওপর ভরসা।’ 

পুরান ঢাকার ব্যস্ত এলাকা বাবুবাজারও ছিল আজ একদম ফাঁকা। ছবি: আজকের পত্রিকাইদ্রিস আলী নামে এক ঠেলাগাড়ি চালক বলেন, ‘সকাল থেকে এক টাকাও রোজগার করতে পারিনি। উল্টো সকালে ৪৫ টাকার নাশতা খেয়েছি। বাকি দুবেলা কীভাবে খাব সেটাও জানি না।’ 

শুধু হুমায়ূন কবির আর ইদ্রিস আলীই নন, তাঁদের মতো কয়েক শ শ্রমিক-দিনমজুরকে অলস সময় কাটাতে হয়েছে। তাঁদের কেউ কেউ একত্রে জড়ো হয়ে অনলাইনে লুডো খেলে সময় কাটিয়েছেন, কারও সময় কেটেছে গল্প করে। তবে সকলের চোখেমুখেই ছিল অজানা উৎকণ্ঠা। কেননা দিন শেষে রোজগার করতে না পারলেতো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে খাবারটুকু সেটিও কেনা যাবে না। 

অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুরেরা। ছবি: আজকের পত্রিকাবাবুবাজারের মামনি রাইস এজেন্সির কর্ণধার মনির হোসেন জমাদার জানান, প্রতিদিন ৬০ থেকে ৭০ বস্তা চাল বিক্রি করলেও আজ দুপুর পর্যন্ত বিক্রি করেছেন মাত্র তিন বস্তা চাল। 

পুরান ঢাকার ইমামগঞ্জ মোড়ে কথা হয় পথচারী একরাম আলীর সঙ্গে। তিনি জানান, আজ রাস্তাঘাট ফাঁকা। অন্যান্য দিন এই জায়গা দিয়ে পায়ে হাঁটাই কষ্টকর থাকে। অথচ আজ একদম ফাঁকা।

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত