নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ডাকা গণসমাবেশকে ঘিরে সড়কে আজ যানবাহনের চলাচল ছিল খুবই সীমিত। অনেক দোকানপাট ছিল বন্ধ। ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র বলে খ্যাত পুরান ঢাকায় সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ দোকানই বন্ধ। কয়েকটি দোকান খোলা থাকলেও সেখানে বেচাকেনা নেই। কাজ না পেয়ে অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ী, কর্মচারী, দিনমজুর ও ঠেলাগাড়ি চালকেরা।
হুমায়ূন কবির নামে এক দিনমজুর জানান, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর সংসার। প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করেন তিনি। কিন্তু আজ শনিবার সকাল থেকে এক টাকাও রোজগার করতে পারেননি।
কীভাবে সংসার চলাবেন জানতে হুমায়ূন কবির বলেন, ‘আল্লাহর ওপর ভরসা।’
ইদ্রিস আলী নামে এক ঠেলাগাড়ি চালক বলেন, ‘সকাল থেকে এক টাকাও রোজগার করতে পারিনি। উল্টো সকালে ৪৫ টাকার নাশতা খেয়েছি। বাকি দুবেলা কীভাবে খাব সেটাও জানি না।’
শুধু হুমায়ূন কবির আর ইদ্রিস আলীই নন, তাঁদের মতো কয়েক শ শ্রমিক-দিনমজুরকে অলস সময় কাটাতে হয়েছে। তাঁদের কেউ কেউ একত্রে জড়ো হয়ে অনলাইনে লুডো খেলে সময় কাটিয়েছেন, কারও সময় কেটেছে গল্প করে। তবে সকলের চোখেমুখেই ছিল অজানা উৎকণ্ঠা। কেননা দিন শেষে রোজগার করতে না পারলেতো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে খাবারটুকু সেটিও কেনা যাবে না।
বাবুবাজারের মামনি রাইস এজেন্সির কর্ণধার মনির হোসেন জমাদার জানান, প্রতিদিন ৬০ থেকে ৭০ বস্তা চাল বিক্রি করলেও আজ দুপুর পর্যন্ত বিক্রি করেছেন মাত্র তিন বস্তা চাল।
পুরান ঢাকার ইমামগঞ্জ মোড়ে কথা হয় পথচারী একরাম আলীর সঙ্গে। তিনি জানান, আজ রাস্তাঘাট ফাঁকা। অন্যান্য দিন এই জায়গা দিয়ে পায়ে হাঁটাই কষ্টকর থাকে। অথচ আজ একদম ফাঁকা।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
বিএনপির ডাকা গণসমাবেশকে ঘিরে সড়কে আজ যানবাহনের চলাচল ছিল খুবই সীমিত। অনেক দোকানপাট ছিল বন্ধ। ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র বলে খ্যাত পুরান ঢাকায় সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ দোকানই বন্ধ। কয়েকটি দোকান খোলা থাকলেও সেখানে বেচাকেনা নেই। কাজ না পেয়ে অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ী, কর্মচারী, দিনমজুর ও ঠেলাগাড়ি চালকেরা।
হুমায়ূন কবির নামে এক দিনমজুর জানান, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর সংসার। প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করেন তিনি। কিন্তু আজ শনিবার সকাল থেকে এক টাকাও রোজগার করতে পারেননি।
কীভাবে সংসার চলাবেন জানতে হুমায়ূন কবির বলেন, ‘আল্লাহর ওপর ভরসা।’
ইদ্রিস আলী নামে এক ঠেলাগাড়ি চালক বলেন, ‘সকাল থেকে এক টাকাও রোজগার করতে পারিনি। উল্টো সকালে ৪৫ টাকার নাশতা খেয়েছি। বাকি দুবেলা কীভাবে খাব সেটাও জানি না।’
শুধু হুমায়ূন কবির আর ইদ্রিস আলীই নন, তাঁদের মতো কয়েক শ শ্রমিক-দিনমজুরকে অলস সময় কাটাতে হয়েছে। তাঁদের কেউ কেউ একত্রে জড়ো হয়ে অনলাইনে লুডো খেলে সময় কাটিয়েছেন, কারও সময় কেটেছে গল্প করে। তবে সকলের চোখেমুখেই ছিল অজানা উৎকণ্ঠা। কেননা দিন শেষে রোজগার করতে না পারলেতো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে খাবারটুকু সেটিও কেনা যাবে না।
বাবুবাজারের মামনি রাইস এজেন্সির কর্ণধার মনির হোসেন জমাদার জানান, প্রতিদিন ৬০ থেকে ৭০ বস্তা চাল বিক্রি করলেও আজ দুপুর পর্যন্ত বিক্রি করেছেন মাত্র তিন বস্তা চাল।
পুরান ঢাকার ইমামগঞ্জ মোড়ে কথা হয় পথচারী একরাম আলীর সঙ্গে। তিনি জানান, আজ রাস্তাঘাট ফাঁকা। অন্যান্য দিন এই জায়গা দিয়ে পায়ে হাঁটাই কষ্টকর থাকে। অথচ আজ একদম ফাঁকা।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
৭ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১৮ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
১ ঘণ্টা আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
১ ঘণ্টা আগে