নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ডাকা গণসমাবেশকে ঘিরে সড়কে আজ যানবাহনের চলাচল ছিল খুবই সীমিত। অনেক দোকানপাট ছিল বন্ধ। ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র বলে খ্যাত পুরান ঢাকায় সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ দোকানই বন্ধ। কয়েকটি দোকান খোলা থাকলেও সেখানে বেচাকেনা নেই। কাজ না পেয়ে অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ী, কর্মচারী, দিনমজুর ও ঠেলাগাড়ি চালকেরা।
হুমায়ূন কবির নামে এক দিনমজুর জানান, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর সংসার। প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করেন তিনি। কিন্তু আজ শনিবার সকাল থেকে এক টাকাও রোজগার করতে পারেননি।
কীভাবে সংসার চলাবেন জানতে হুমায়ূন কবির বলেন, ‘আল্লাহর ওপর ভরসা।’
ইদ্রিস আলী নামে এক ঠেলাগাড়ি চালক বলেন, ‘সকাল থেকে এক টাকাও রোজগার করতে পারিনি। উল্টো সকালে ৪৫ টাকার নাশতা খেয়েছি। বাকি দুবেলা কীভাবে খাব সেটাও জানি না।’
শুধু হুমায়ূন কবির আর ইদ্রিস আলীই নন, তাঁদের মতো কয়েক শ শ্রমিক-দিনমজুরকে অলস সময় কাটাতে হয়েছে। তাঁদের কেউ কেউ একত্রে জড়ো হয়ে অনলাইনে লুডো খেলে সময় কাটিয়েছেন, কারও সময় কেটেছে গল্প করে। তবে সকলের চোখেমুখেই ছিল অজানা উৎকণ্ঠা। কেননা দিন শেষে রোজগার করতে না পারলেতো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে খাবারটুকু সেটিও কেনা যাবে না।
বাবুবাজারের মামনি রাইস এজেন্সির কর্ণধার মনির হোসেন জমাদার জানান, প্রতিদিন ৬০ থেকে ৭০ বস্তা চাল বিক্রি করলেও আজ দুপুর পর্যন্ত বিক্রি করেছেন মাত্র তিন বস্তা চাল।
পুরান ঢাকার ইমামগঞ্জ মোড়ে কথা হয় পথচারী একরাম আলীর সঙ্গে। তিনি জানান, আজ রাস্তাঘাট ফাঁকা। অন্যান্য দিন এই জায়গা দিয়ে পায়ে হাঁটাই কষ্টকর থাকে। অথচ আজ একদম ফাঁকা।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
বিএনপির ডাকা গণসমাবেশকে ঘিরে সড়কে আজ যানবাহনের চলাচল ছিল খুবই সীমিত। অনেক দোকানপাট ছিল বন্ধ। ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র বলে খ্যাত পুরান ঢাকায় সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ দোকানই বন্ধ। কয়েকটি দোকান খোলা থাকলেও সেখানে বেচাকেনা নেই। কাজ না পেয়ে অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ী, কর্মচারী, দিনমজুর ও ঠেলাগাড়ি চালকেরা।
হুমায়ূন কবির নামে এক দিনমজুর জানান, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর সংসার। প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করেন তিনি। কিন্তু আজ শনিবার সকাল থেকে এক টাকাও রোজগার করতে পারেননি।
কীভাবে সংসার চলাবেন জানতে হুমায়ূন কবির বলেন, ‘আল্লাহর ওপর ভরসা।’
ইদ্রিস আলী নামে এক ঠেলাগাড়ি চালক বলেন, ‘সকাল থেকে এক টাকাও রোজগার করতে পারিনি। উল্টো সকালে ৪৫ টাকার নাশতা খেয়েছি। বাকি দুবেলা কীভাবে খাব সেটাও জানি না।’
শুধু হুমায়ূন কবির আর ইদ্রিস আলীই নন, তাঁদের মতো কয়েক শ শ্রমিক-দিনমজুরকে অলস সময় কাটাতে হয়েছে। তাঁদের কেউ কেউ একত্রে জড়ো হয়ে অনলাইনে লুডো খেলে সময় কাটিয়েছেন, কারও সময় কেটেছে গল্প করে। তবে সকলের চোখেমুখেই ছিল অজানা উৎকণ্ঠা। কেননা দিন শেষে রোজগার করতে না পারলেতো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে খাবারটুকু সেটিও কেনা যাবে না।
বাবুবাজারের মামনি রাইস এজেন্সির কর্ণধার মনির হোসেন জমাদার জানান, প্রতিদিন ৬০ থেকে ৭০ বস্তা চাল বিক্রি করলেও আজ দুপুর পর্যন্ত বিক্রি করেছেন মাত্র তিন বস্তা চাল।
পুরান ঢাকার ইমামগঞ্জ মোড়ে কথা হয় পথচারী একরাম আলীর সঙ্গে। তিনি জানান, আজ রাস্তাঘাট ফাঁকা। অন্যান্য দিন এই জায়গা দিয়ে পায়ে হাঁটাই কষ্টকর থাকে। অথচ আজ একদম ফাঁকা।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
৮ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
২০ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
৩৩ মিনিট আগে