Ajker Patrika

নরসিংদীতে বিএনপি নেতা খোকনসহ ৩০ জনের নামে মামলা

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৩, ১৭: ৪৩
Thumbnail image

নরসিংদীতে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় গুলি করে দুই ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তাঁর স্ত্রী বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনের নামে গতকাল শুক্রবার দিবাগত রাতে নরসিংদী সদর থানায় এই মামলা হয়। 

মামলায় ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমানের ভাই আলতাফ হোসেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ও নরসিংদী সদর থানার উপপরিদর্শক অভিজিৎ চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না। 

মামলার বেশির ভাগ আসামি স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী। মামলার আসামি জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ, চিনিশপুরের ব্যবসায়ী কামাল হোসেন ও তাঁর ভাতিজা রাসেলকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। 

মামলায় উল্লেখ করা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয় এলাকায় পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় সংঘবদ্ধ হামলা চালিয়ে ছাত্রদল নেতা সাদেকুর রহমান (৩২) ও আশরাফুল ইসলামকে (২০) গুলি করে হত্যা করেন। 

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়সংলগ্ন স্থানে জেলা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান ও পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম। ওই দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাদেকুর রহমান ও পরদিন শুক্রবার সকালে মৃত্যু হয় আশরাফুল ইসলামের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত