Ajker Patrika

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ক্রোনি অ্যাপারেলসের শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৫: ২১
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ক্রোনি অ্যাপারেলসের শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লায় কয়েক মাসের বকেয়া বেতনের দাবিতে ক্রোনি অ্যাপারেলস কারখানার শ্রমিক ও স্টাফরা বিক্ষোভ করেছেন। আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের পাশে অবস্থান নিয়ে কারখানার সামনে তাঁরা এই বিক্ষোভ করেন। 

বিক্ষোভের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইনটেলিজেন্স) সেলিম বাদশা। তিনি বলেন, ‘বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়েছিলেন শ্রমিক ও স্টাফরা। তবে তাঁরা সড়ক অবরোধ করেননি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তাঁদের কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহেই তাঁদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।’ 

ক্রোনি অ্যাপারেলসের সাবেক স্টাফ আনোয়ার হোসেন বলেন, ‘গত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে স্টাফদের। আর শ্রমিকেরা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এখনো পাননি। কর্তৃপক্ষ বেতন না দিয়ে উল্টো এক এক করে শ্রমিক ছাঁটাই করে। গত মাসেও কয়েকবার আন্দোলন হয়েছে বেতনের দাবিতে। আজকে আন্দোলন করার পর এই সপ্তাহের মঙ্গলবার বেতন দেবে বললে শ্রমিকেরা কাজে যোগদান করেন।’ 

কারখানার শ্রমিক বিল্লাল হোসেন বলেন, ‘দুই মাস কোনো বেতন পাই নাই। রোজা শুরু হয়েছে, সবকিছুর দাম চড়া। আমরা বেতন না পেলে বাঁচব কীভাবে? বাসা ভাড়া দিতে পারি না, মুদি দোকানে বাকি চাইতে চাইতে এখন বাকি পাই না। মাথার ওপর কয়েক হাজার টাকার লোন জমে গেছে। আজকে মাসের ১৬ তারিখ, এখনো দুই মাসের আংশিক বেতনও দেয় নাই।’ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রোনি অ্যাপারেলসের সামনে বিক্ষোভ করছেন শ্রমিকেরাআন্দোলনরত তিন শতাধিক শ্রমিক ও স্টাফ প্রায় তিন ঘণ্টা কারখানার সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে শিল্প পুলিশ। এ সময় মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা হয়। দুপুর ১২টার দিকে মালিকপক্ষ থেকে বেতন দেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কাজে যোগ দেন। 

এ বিষয়ে জানতে ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত