Ajker Patrika

বিএনপি নেতার কবল থেকে দখলমুক্ত হলো সুনীলের পৈতৃক ভিটা

মাদারীপুর প্রতিনিধি
বিএনপি নেতার কবল থেকে দখলমুক্ত হলো সুনীলের পৈতৃক ভিটা

মাদারীপুরে বিএনপি নেতার কবল থেকে দখলমুক্ত হয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা। আজ মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ডাসার উপজেলা প্রশাসন বাড়িটি উদ্ধার করে প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এ সময় বিএনপি নেতার ঝোলানো তালা ভেঙে প্রশাসনের পক্ষ থেকে নতুন তালা লাগানো হয়েছে।

এদিকে প্রশাসনের লোকজন আসার খবর এলাকায় জানাজানি হলে সোহেল হাওলাদার সেই বাড়ি থেকে চাল সরিয়ে নিয়েছেন। তাঁকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

এই দখল চেষ্টার অভিযোগ উঠেছে কালকিনি উপজেলা (বর্তমানে ডাসার উপজেলা) বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক সোহেল হাওলাদারের বিরুদ্ধে। তাঁর বাড়ি ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পাথুরিয়ারপাড়ে।

মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা। সেই ভিটা গত শনিবার (৭ সেপ্টেম্বর) দখলে নেন উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার। কাজীবাকাই ইউনিয়নের ওএমএসের ডিলার তিনি। দখল করে সেখানে তিনি চালের গুদাম করেন।

বিএনপি নেতা সোহেল হাওলাদারের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, সুনীলের পৈতৃক ভিটায় থাকা ছবি, বইসহ লেখকের স্মৃতি নষ্ট ও ভাঙচুর করেছেন তিনি। পাশাপাশি লেখকের বাড়ির সামনে জেলা প্রশাসকের দেওয়া সাইনবোর্ডও ভেঙে সরিয়ে ফেলা হয়েছে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আজ দুপুরে ডাসার উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাসের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর বাড়িটি প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়।

sunil-02এ সময় ইউএনওর সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম প্রমুখ।

প্রশাসন আসার খবরে গা ঢাকা দিয়েছেন বিএনপি নেতা নেতা সোহেল হাওলাদার। তাঁর ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।

তাঁর ভাই ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়ের ইউপি সদস্য ওয়াসিম হাওলাদার বলেন, আমার ভাই যার নামে দখলের অভিযোগ উঠেছে, সে ওএমএসের ব্যবসা করে। হঠাৎ বৃষ্টির কারণে এখানে চাল রাখে। লেখকের বাড়ির বারান্দায় ৪ / ৫ বস্তা চাল রাখা হয়। পরে আমাকে ফোন দিয়ে আমার ভাই সোহেল বলে, এখানে চাল রাখব। তখন আমি বলি, এখানে রাখার দরকার নেই, ট্রাকের ওপরেই থাক। আমাদের যে গুদাম আছে, তা সংস্কার করে, সেখানেই রাখতে বলি। পরে আমার ভাই সেখান থেকে চাল নিয়ে গেছে। গতকাল বিকেলে আমার ভাইয়ের বুকে ব্যথা ওঠে, পরে তাকে ঢাকাতে পাঠানো হয়েছে। তা ছাড়া এখানে ভাঙচুর, কোনো কিছুই হয়নি। সুনীল গঙ্গোপাধ্যায় এখানকার ঐতিহ্য। আমার ভাই সোহেল কোনো ভাঙচুর করেনি।

মঙ্গলবার দুপুরে ইউএনও গিয়ে বাড়িটি প্রশাসনের দখলে নেন। ছবি: আজকের পত্রিকাডাসার উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও উত্তম কুমার দাস বলেন, ‘আমরা দখলের খবর পেয়ে আজ (মঙ্গলবার) দুপুরে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে প্রখ্যাত কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা দখলমুক্ত করা হয়েছে। বর্তমানে লেখকের পুরো পৈতৃক ভিটা উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে আছে।’

উল্লেখ্য, প্রখ্যাত ঔপন্যাসিক, কবি, কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ১৪ বছর বয়সে দেশ ত্যাগের ৫৫ বছর পর মাদারীপুর জেলার ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের পৈতৃক ভিটায় ২০০৩ সালে প্রথম এসেছিলেন। দ্বিতীয়বার (শেষবার) তিনি ২০০৮ সালের ২১ নভেম্বর তার ৭৫ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে কলকাতা থেকে জন্ম ভিটায় তিন দিনের জন্য এসেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত