Ajker Patrika

ট্রাকে পণ্যের আড়ালে ৪২ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৪: ৫৯
ট্রাকে পণ্যের আড়ালে ৪২ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এ সময় আটককৃতদের মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক এবং নগদ ৬ হাজার ২১০ টাকা জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক। এর আগে ভোররাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মৃত জসীম উদ্দিনের ছেলে মো. আজিজ (৩৩) এবং গাজীপুর জেলার শ্রীপুর থানার আব্দুল মান্নানের ছেলে মো. সাইদুল ইসলাম (৪৫)।

র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। চক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকের বড় বড় চালান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কেনাবেচা করে আসছিল। তারা বিভিন্ন সময়ে অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। তাঁরা মূলত পণ্যবাহী ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করে এবং ট্রাকে পণ্যের আড়ালে অবৈধ মাদকের চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। আসামিদের মাদক ব্যবসার সঙ্গে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে। উক্ত সিন্ডিকেটকে গ্রেপ্তারের জন্য র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।’

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত