Ajker Patrika

মির্জাপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে ওঠা ৯ ঘর উচ্ছেদ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বনের ভেতর অভিযানে নয়টি ঘর উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা
বনের ভেতর অভিযানে নয়টি ঘর উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে উঠা নয়টি ঘর উচ্ছেদ ও এক একর জায়গা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেকু মেশিন দিয়ে ঘরে ভেঙে দেওয়া হয়।

যৌথ অভিযানে নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান সহকারীসহ বন সংরক্ষক আবু সালেহ, বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহসীন হোসেন এবং মির্জাপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকায় বনের জায়গা দখল করে গত কয়েক মাসে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করছিল ওই এলাকার একটি চক্র। বিষয়টি টাঙ্গাইল বন বিভাগের মির্জাপুর রেঞ্জ অফিস জানার পর আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বনবিভাগ।

অভিযানে নয়টি ঘর উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা
অভিযানে নয়টি ঘর উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

অভিযানে বনবিভাগের জায়গায় গড়ে উঠা নয়টি ঘর এক্সাভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়। এছাড়া এক একর জমি উদ্ধার করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত