Ajker Patrika

না.গঞ্জে বিএনপির মিছিলে গুলি করা সেই ডিবি কর্মকর্তাকে প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৮: ০৭
Thumbnail image

নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপির সংঘর্ষে চাইনিজ রাইফেল থেকে গুলি ছোড়া জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান কনককে প্রত্যাহার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা থেকে তাঁকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফখরুদ্দিন ভুইয়া। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার পরপরেই তাঁকে গোয়েন্দা শাখা থেকে প্রত্যাহার করা হয়।’ 

প্রত্যাহারের বিষয়ে মিডিয়া উইংয়ের দায়িত্ব পালন করা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তা রিসিভ করেননি। 

জানা যায়, গত কয়েক দিন ধরেই জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক কনকের বিষয়ে নানান গুঞ্জন চলছিল। তবে সেসবের কোন সত্যতা পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে জেলা পুলিশের একাধিক সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া পাওয়া যাচ্ছিল না। 

গত ১ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ চলার সময় একটি চাইনিজ রাইফেল থেকে গুলি ছোড়েন। যার ছবি ও ভিডিও ফুটেজ ভাইরাল হয় সর্বত্র। তবে সেই রাইফেলটি তাঁর নামে ইস্যু করা নয় বলে জানায় পুলিশের একটি সূত্র। অন্য এক পুলিশ সদস্যদের দায়িত্বে থাকা রাইফেলটি নিয়ে নিজেই গুলি লোড করে ছোড়েন বিএনপির বিক্ষুব্ধ নেতা কর্মীদের দিকে। 

বিএনপির নেতৃবৃন্দ বলছেন, চাইনিজ রাইফেলের ছোড়া গুলিতেই মারা গেছেন যুবদল কর্মী শাওন। কারণ তাঁর দেহের অন্য কোথাও ছররা গুলির চিহ্ন পাওয়া যায়নি। 

গত ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে বাধা প্রদানকে কেন্দ্র করে সংঘাত শুরু হয় পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের মাঝে। এতে বিএনপির নেতা কর্মী, সাংবাদিক ও পুলিশ সহ অন্তত অর্ধশতাধিক আহত হয়। নিহত হয় যুবদল কর্মী শাওন প্রধান। বিএনপির নেতা কর্মীদের দাবি, পুলিশের ছোড়া গুলিতেই নিহত হয় শাওন। এই ঘটনায় শাওনের ভাই মিলন পাঁচ হাজার অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করলেও আরেক ভাই ফরহাদ দাবি করেছেন তারা কোন মামলা দায়ের করেননি। 

শাওনের মৃত্যুর পরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে উঠে আসে উপপরিদর্শক মাহফুজের চাইনিজ রাইফেল থেকে গুলি ছোড়ার দৃশ্য। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠে রাজনৈতিক অঙ্গন। তার নামে রাইফেল ইস্যু করা না থাকলেও কীভাবে তিনি গুলি ছোড়ার অনুমতি পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেন অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত