Ajker Patrika

তেল কম দেওয়ায় ২ ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৭: ৩৩
তেল কম দেওয়ায় ২ ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

শরীয়তপুরে পরিমাপে কম তেল দেওয়ায় ২ ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার দুপুর ২টার দিকে জেলা শহরের গ্লোরি ফিলিং স্টেশন ও হাজি আব্দুল জলিল ফিলিং স্টেশনকে এই জরিমানা করা হয়। 

শরীয়তপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. সুজন কাজী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সুজন কাজী জানান, ন্যায্যমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশনের তেল সরবরাহের দুটি মেশিনে প্রতি ৫ লিটারে ৮০ মিলিলিটার এবং গ্লোরী ফিলিং স্টেশনের তিনটি মেশিনে ৮০ থেকে ১৭০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার আইনের ৪৮ ধারা অনুযায়ী প্রতিটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত