নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে রুল জারির ১১ বছর পর আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ রায় দেন। রায়ে কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়।
রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করলে ২০১২ সালের ৮ নভেম্বর রুল জারি করেন হাইকোর্ট। যা দীর্ঘদিন পর শুনানি শেষে রায় দেওয়া হয়। এছাড়া এই মামলাটি আদালত চলমান হিসেবে রেখেছেন বলে জানান তিনি।
রায়ের নির্দেশনা:
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটি ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও চট্টগ্রামের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগের তদন্ত এবং জড়িত কর্মকর্তা, ঠিকাদারদের তালিকা তৈরি করে ছয় মাসের মধ্যে আদালতে দাখিল করবেন।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সংশ্লিষ্ট সকলের নিকট নির্দেশনা জারি করতে বলা হয়েছে। যাতে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্যাস আইনের ১০, ১২ এবং ১৯ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়।
অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ পাওয়া ঠিকাদারদের লাইসেন্স বাতিল করতে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে তিন সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলা হয়েছে। যেখানে বুয়েটের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি থাকবেন। কমিটিকে বলা হয়েছে ২০১২ সাল থেকে কী পরিমাণ অবৈধ গ্যাস ব্যবহার করা হয়েছে তার পরিমাণ অর্থে নির্ধারণ করতে। আর অর্থ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে ওই অর্থ অবৈধ গ্যাস ব্যবহারকারী ভোক্তাদের নিকট থেকে আদায় করতে।
অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে রুল জারির ১১ বছর পর আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ রায় দেন। রায়ে কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়।
রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করলে ২০১২ সালের ৮ নভেম্বর রুল জারি করেন হাইকোর্ট। যা দীর্ঘদিন পর শুনানি শেষে রায় দেওয়া হয়। এছাড়া এই মামলাটি আদালত চলমান হিসেবে রেখেছেন বলে জানান তিনি।
রায়ের নির্দেশনা:
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটি ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও চট্টগ্রামের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগের তদন্ত এবং জড়িত কর্মকর্তা, ঠিকাদারদের তালিকা তৈরি করে ছয় মাসের মধ্যে আদালতে দাখিল করবেন।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সংশ্লিষ্ট সকলের নিকট নির্দেশনা জারি করতে বলা হয়েছে। যাতে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্যাস আইনের ১০, ১২ এবং ১৯ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়।
অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ পাওয়া ঠিকাদারদের লাইসেন্স বাতিল করতে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে তিন সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলা হয়েছে। যেখানে বুয়েটের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি থাকবেন। কমিটিকে বলা হয়েছে ২০১২ সাল থেকে কী পরিমাণ অবৈধ গ্যাস ব্যবহার করা হয়েছে তার পরিমাণ অর্থে নির্ধারণ করতে। আর অর্থ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে ওই অর্থ অবৈধ গ্যাস ব্যবহারকারী ভোক্তাদের নিকট থেকে আদায় করতে।
গত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে নেমে মৃত্যুবরণ করেন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ সোহাদ হক। তারপর এক বছর চলে গেলেও এখনো তাঁর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গত বছর সুইমিংপুল বন্ধ করে দেওয়া হয়।
১১ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আমরণ অনশন কর্মসূচিতে আজ মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে এ তথ্য জানা গেছে। কুয়েটের শিক্ষকেরা একাধিকবার শিক্ষার্থীদের কাছে গিয়ে অনশন প্রত্যাহারের অনুরোধ জানালেও স
১১ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকার ৯ তলার একটি বাড়ি থেকে পড়ে এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে মধুবাজার, ১০-এ নম্বর রোডের বাসায় এই ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর কোতোয়ালি থানায় করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১ শিক্ষার্থীসহ ৭৫ জন। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. জাকির হোসেন অব্যাহতির এই আদেশ দেন।
১৬ মিনিট আগে