নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ। রাজধানীর কমলাপুর থেকে বিভিন্ন জেলায় নাড়ির টানে ঢাকা ছাড়ছেন অনেকেই। সকাল থেকে তিনটি ট্রেন দেরিতে ছাড়লেও যাত্রী দুর্ভোগ তেমন একটা হয়নি বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীরাও স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন বলে জানান।
রেল কর্তৃপক্ষ জানায়, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের আজ সকাল ৬টা ৪০ মিনিটে স্টেশন ছাড়ার কথা। সেটি ২ ঘণ্টা ১০ মিনিট দেরি করে স্টেশন ছেড়েছে ৮টা ৫০ মিনিটে। এ ছাড়া চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি কমলাপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৮টা ৪৫ মিনিটে। কিন্তু ওই ট্রেন ১ ঘণ্টা ৫ মিনিট দেরি করে স্টেশন ছেড়ে যায় সকাল ৯টা ৫০ মিনিটে।
কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যাওয়ার কথা। নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা দেরি করে স্টেশনে আসে রংপুর এক্সপ্রেস। এ কারণে অন্য গন্তব্যের বিকল্প একটি ট্রেনে রংপুর এক্সপ্রেসের যাত্রীদের পাঠানো হয়।
সরেজমিনে দেখা যায়, বেলা সোয়া ১১টার দিকে নির্ধারিত সময়েই সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।
জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী শামীম হোসেন বলেন, ‘বাসে যানজটের কথা ভেবে রেলে বাড়ি যাচ্ছি। স্টেশনে এসে যাত্রীদের তেমন ভিড় পেলাম না। ট্রেনও সময়মতো ছাড়বে বলে মনে হচ্ছে।’
রাজশাহীগামী যাত্রী সাদিয়া শারমিন বলেন, ‘বাড়ি ফেরার জন্য আগেই ঠিক করে রাখছি আজকে যাব। আগামীকাল থেকে অনেক ভিড় হবে। তাই আজ একটু দেরিতে হলেও কোনো ঝামেলা ছাড়াই ট্রেনে যেতে পারছি।’
কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২২টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যায়।
ট্রেন বিলম্ব হওয়া প্রসঙ্গে কমলাপুর স্টেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের সময় যাত্রীর চাপ বেশি থাকে। যাত্রীরা বিভিন্ন স্টেশনে ওঠানামা করেন। তাই এসব স্টেশনে ৫ থেকে ১০ মিনিট বিরতি নিতে হয়। এ কারণেই ট্রেনগুলো দেরিতে পৌঁছায়।’
ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ। রাজধানীর কমলাপুর থেকে বিভিন্ন জেলায় নাড়ির টানে ঢাকা ছাড়ছেন অনেকেই। সকাল থেকে তিনটি ট্রেন দেরিতে ছাড়লেও যাত্রী দুর্ভোগ তেমন একটা হয়নি বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীরাও স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন বলে জানান।
রেল কর্তৃপক্ষ জানায়, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের আজ সকাল ৬টা ৪০ মিনিটে স্টেশন ছাড়ার কথা। সেটি ২ ঘণ্টা ১০ মিনিট দেরি করে স্টেশন ছেড়েছে ৮টা ৫০ মিনিটে। এ ছাড়া চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি কমলাপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৮টা ৪৫ মিনিটে। কিন্তু ওই ট্রেন ১ ঘণ্টা ৫ মিনিট দেরি করে স্টেশন ছেড়ে যায় সকাল ৯টা ৫০ মিনিটে।
কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যাওয়ার কথা। নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা দেরি করে স্টেশনে আসে রংপুর এক্সপ্রেস। এ কারণে অন্য গন্তব্যের বিকল্প একটি ট্রেনে রংপুর এক্সপ্রেসের যাত্রীদের পাঠানো হয়।
সরেজমিনে দেখা যায়, বেলা সোয়া ১১টার দিকে নির্ধারিত সময়েই সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।
জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী শামীম হোসেন বলেন, ‘বাসে যানজটের কথা ভেবে রেলে বাড়ি যাচ্ছি। স্টেশনে এসে যাত্রীদের তেমন ভিড় পেলাম না। ট্রেনও সময়মতো ছাড়বে বলে মনে হচ্ছে।’
রাজশাহীগামী যাত্রী সাদিয়া শারমিন বলেন, ‘বাড়ি ফেরার জন্য আগেই ঠিক করে রাখছি আজকে যাব। আগামীকাল থেকে অনেক ভিড় হবে। তাই আজ একটু দেরিতে হলেও কোনো ঝামেলা ছাড়াই ট্রেনে যেতে পারছি।’
কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২২টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যায়।
ট্রেন বিলম্ব হওয়া প্রসঙ্গে কমলাপুর স্টেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের সময় যাত্রীর চাপ বেশি থাকে। যাত্রীরা বিভিন্ন স্টেশনে ওঠানামা করেন। তাই এসব স্টেশনে ৫ থেকে ১০ মিনিট বিরতি নিতে হয়। এ কারণেই ট্রেনগুলো দেরিতে পৌঁছায়।’
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৮ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৮ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৮ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৮ ঘণ্টা আগে