Ajker Patrika

দুর্ঘটনায় স্বামী আহত জানিয়ে বন্ধুর স্ত্রীকে ডেকে ধর্ষণ ও ভিডিও ধারণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ২০: ১৮
দুর্ঘটনায় স্বামী আহত জানিয়ে বন্ধুর স্ত্রীকে ডেকে ধর্ষণ ও ভিডিও ধারণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্ধুর স্ত্রীকে মিথ্যা সংবাদে ডেকে এনে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার সকালে ফতুল্লার পাগলা শান্তিনিবাস এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাতেই থানায় মামলা দায়ের করা হলে আজ শুক্রবার ভোরে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তির নাম রিয়াজ (২০)। মামলায় আরও দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, ওই নারীর স্বামীর সঙ্গে মামলার দুই আসামি রিয়াজ ও রাকিবের পূর্ব পরিচয় রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রিয়াজ ফোন করে বাদীকে জানায় যে তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। দ্রুত যেন তিনি পাগলা এলাকায় চলে আসেন। 

সংবাদ পেয়ে বাদী তাঁর ৫ বছরের ছেলেকে নিয়ে রিয়াদের দেওয়া ঠিকানায় যান। এ সময় রিয়াজ জানায় তাঁর স্বামী ভেতরে শুয়ে আছেন। বাদীসহ তাঁর সন্তান ওই ঘরে প্রবেশ করে দেখেন রাকিবসহ আরও তিন যুবক সেখানে অবস্থান করছেন। 

পরে তাঁকে ঘরের ভেতর আটকে রাখেন এবং কোলে থাকা শিশুকে নিয়ে একজন ঘরের বাইরে বেরিয়ে যায়। এ সময় তাঁরা ধর্ষণ ও ভিডিও ধারণ করেন। পরে দুপুর একটার দিকে বাদীকে ছেড়ে দেওয়া হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত