নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্ধুর স্ত্রীকে মিথ্যা সংবাদে ডেকে এনে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকালে ফতুল্লার পাগলা শান্তিনিবাস এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাতেই থানায় মামলা দায়ের করা হলে আজ শুক্রবার ভোরে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম রিয়াজ (২০)। মামলায় আরও দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ওই নারীর স্বামীর সঙ্গে মামলার দুই আসামি রিয়াজ ও রাকিবের পূর্ব পরিচয় রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রিয়াজ ফোন করে বাদীকে জানায় যে তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। দ্রুত যেন তিনি পাগলা এলাকায় চলে আসেন।
সংবাদ পেয়ে বাদী তাঁর ৫ বছরের ছেলেকে নিয়ে রিয়াদের দেওয়া ঠিকানায় যান। এ সময় রিয়াজ জানায় তাঁর স্বামী ভেতরে শুয়ে আছেন। বাদীসহ তাঁর সন্তান ওই ঘরে প্রবেশ করে দেখেন রাকিবসহ আরও তিন যুবক সেখানে অবস্থান করছেন।
পরে তাঁকে ঘরের ভেতর আটকে রাখেন এবং কোলে থাকা শিশুকে নিয়ে একজন ঘরের বাইরে বেরিয়ে যায়। এ সময় তাঁরা ধর্ষণ ও ভিডিও ধারণ করেন। পরে দুপুর একটার দিকে বাদীকে ছেড়ে দেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্ধুর স্ত্রীকে মিথ্যা সংবাদে ডেকে এনে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকালে ফতুল্লার পাগলা শান্তিনিবাস এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাতেই থানায় মামলা দায়ের করা হলে আজ শুক্রবার ভোরে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম রিয়াজ (২০)। মামলায় আরও দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ওই নারীর স্বামীর সঙ্গে মামলার দুই আসামি রিয়াজ ও রাকিবের পূর্ব পরিচয় রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রিয়াজ ফোন করে বাদীকে জানায় যে তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। দ্রুত যেন তিনি পাগলা এলাকায় চলে আসেন।
সংবাদ পেয়ে বাদী তাঁর ৫ বছরের ছেলেকে নিয়ে রিয়াদের দেওয়া ঠিকানায় যান। এ সময় রিয়াজ জানায় তাঁর স্বামী ভেতরে শুয়ে আছেন। বাদীসহ তাঁর সন্তান ওই ঘরে প্রবেশ করে দেখেন রাকিবসহ আরও তিন যুবক সেখানে অবস্থান করছেন।
পরে তাঁকে ঘরের ভেতর আটকে রাখেন এবং কোলে থাকা শিশুকে নিয়ে একজন ঘরের বাইরে বেরিয়ে যায়। এ সময় তাঁরা ধর্ষণ ও ভিডিও ধারণ করেন। পরে দুপুর একটার দিকে বাদীকে ছেড়ে দেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৩ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
৫ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
৫ ঘণ্টা আগে