অনলাইন ডেস্ক
যৌতুক দাবির অভিযোগে জাতীয় দলের ফুটবলার শেখ মোরছালিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার ঢাকার প্রধান বিচারিক হাকিম আদালতে এই মামলা দায়ের করেন তাঁর স্ত্রী সেঁজুতি বিনতে সোহেল।
আদালত বাদী সেঁজুতির জবানবন্দি গ্রহণ করে অভিযোগ আমলে নেন এবং মোরছালিনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন। তবে কবে আদালতে হাজির হতে হবে সেই তারিখ এখনো জানা যায়নি।
মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাদী সেঁজুতি বিনতে সোহেলের আইনজীবী ইশফাকুর রহমান গালিব। তিনি বলেন, মোরছালিন ও সেঁজুতির প্রেমের বিয়ে ছিল। কিন্তু মোরছালিন এখন আর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন না। গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করছেন। যৌতুক না দিলে স্ত্রীকে নিয়ে আর সংসার করবেন না বলে হুমকিও দিচ্ছেন।
সেঁজুতি বিনতে সোহেল বলেন, ভালোবাসায় বিয়ে হয়। বিয়ের পর মোরছালিনের আচরণে পরিবর্তন এসেছে। মোরছালিন যৌতুক চাইছেন। এ কারণে মামলা করেছেন তিনি। তবে বাদী সংসার করতে চান।
মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ নভেম্বর শেখ মোরছালিনের সঙ্গে সেঁজুতি বিনতে সোহেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বৈবাহিক জীবনের সুখ, শান্তি ঠিক রাখতে চাইলে ব্যক্তিগত গাড়ি কেনার জন্য ২০ লাখ যৌতুক দেওয়ার জন্য চাপ দিতে থাকেন মোরছালিন। বিয়ের পর থেকে বাদী সেঁজুতি আসামির প্রকৃত চেহারা, পরধন লোভী, পরনারীতে আসক্ত বুঝতে পারেন। আসামি যৌতুক দাবি করে বারবার বাদীকে মানসিক চাপ দেন এবং বলেন যে, বাদীর পিতার সমস্ত সম্পত্তি বিক্রি করে নগদ টাকা আসামির হাতে তুলে দেওয়ার জন্য। এরপর বাদী অনুনয়-বিনয় করে আসামিকে বোঝানোর চেষ্টা করেন যে, তাঁর পিতা-মাতার যা সাধ্য ছিল, তা বিয়ের সময় খরচ করেছেন। পিতা-মাতার মাথা গোঁজার শেষ সম্বলটুকু বিক্রি করে দিলে তাঁদের পথে বসতে হবে।
মামলার অভিযোগে আরও বলা হয়, পাষণ্ড, পরধনলোভী আসামি মোরছালিন বাদী সেঁজুতি বিনতে সোহেলকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। পরে যৌতুকের টাকার জন্য নির্যাতন অধিক পরিমাণ বাড়ে। এতে সেঁজুতি উপায় না পেয়ে তার পিতা-মাতার বাসায় চলে আসেন।
পরবর্তীতে ২০২৪ সালের ১০ ডিসেম্বর রাত ১০টার সময় মোরছালিন তাঁর স্ত্রীর বাসায় আসেন। এ সময় সেঁজুতি মোরছালিনের জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গেলে তিনি বলেন, ‘আমি খাবার খেতে আসিনি। ২০ লাখ টাকা নেওয়ার জন্য এসেছি।’
তখন ঘটনাস্থলে উপস্থিত সেঁজুতির পিতা-মাতা আসামিকে অনুরোধ করেন যে, ২০ লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়ার মতো সামর্থ্য তাদের নেই। তখন আসামি তাঁর স্ত্রী সেঁজুতি ও তাঁর পিতা-মাতাকে গালাগালি ও হুমকি-ধমকি দিতে থাকেন।
মামলায় আরও বলা হয়, আসামি মোরছালিন বাদীর কাছে যৌতুক চেয়েছেন এবং মানসিকভাবে নির্যাতন করে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অপরাধ সংঘটিত করেছেন।
উল্লেখ্য, গত বছর মদককাণ্ডে ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছিলেন মোরছালিন। এরপর পরিবারের কাউকে না জানিয়ে সেঁজুতিকে বিয়ে করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচিত হন মোরছালিন।
যৌতুক দাবির অভিযোগে জাতীয় দলের ফুটবলার শেখ মোরছালিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার ঢাকার প্রধান বিচারিক হাকিম আদালতে এই মামলা দায়ের করেন তাঁর স্ত্রী সেঁজুতি বিনতে সোহেল।
আদালত বাদী সেঁজুতির জবানবন্দি গ্রহণ করে অভিযোগ আমলে নেন এবং মোরছালিনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন। তবে কবে আদালতে হাজির হতে হবে সেই তারিখ এখনো জানা যায়নি।
মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাদী সেঁজুতি বিনতে সোহেলের আইনজীবী ইশফাকুর রহমান গালিব। তিনি বলেন, মোরছালিন ও সেঁজুতির প্রেমের বিয়ে ছিল। কিন্তু মোরছালিন এখন আর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন না। গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করছেন। যৌতুক না দিলে স্ত্রীকে নিয়ে আর সংসার করবেন না বলে হুমকিও দিচ্ছেন।
সেঁজুতি বিনতে সোহেল বলেন, ভালোবাসায় বিয়ে হয়। বিয়ের পর মোরছালিনের আচরণে পরিবর্তন এসেছে। মোরছালিন যৌতুক চাইছেন। এ কারণে মামলা করেছেন তিনি। তবে বাদী সংসার করতে চান।
মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ নভেম্বর শেখ মোরছালিনের সঙ্গে সেঁজুতি বিনতে সোহেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বৈবাহিক জীবনের সুখ, শান্তি ঠিক রাখতে চাইলে ব্যক্তিগত গাড়ি কেনার জন্য ২০ লাখ যৌতুক দেওয়ার জন্য চাপ দিতে থাকেন মোরছালিন। বিয়ের পর থেকে বাদী সেঁজুতি আসামির প্রকৃত চেহারা, পরধন লোভী, পরনারীতে আসক্ত বুঝতে পারেন। আসামি যৌতুক দাবি করে বারবার বাদীকে মানসিক চাপ দেন এবং বলেন যে, বাদীর পিতার সমস্ত সম্পত্তি বিক্রি করে নগদ টাকা আসামির হাতে তুলে দেওয়ার জন্য। এরপর বাদী অনুনয়-বিনয় করে আসামিকে বোঝানোর চেষ্টা করেন যে, তাঁর পিতা-মাতার যা সাধ্য ছিল, তা বিয়ের সময় খরচ করেছেন। পিতা-মাতার মাথা গোঁজার শেষ সম্বলটুকু বিক্রি করে দিলে তাঁদের পথে বসতে হবে।
মামলার অভিযোগে আরও বলা হয়, পাষণ্ড, পরধনলোভী আসামি মোরছালিন বাদী সেঁজুতি বিনতে সোহেলকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। পরে যৌতুকের টাকার জন্য নির্যাতন অধিক পরিমাণ বাড়ে। এতে সেঁজুতি উপায় না পেয়ে তার পিতা-মাতার বাসায় চলে আসেন।
পরবর্তীতে ২০২৪ সালের ১০ ডিসেম্বর রাত ১০টার সময় মোরছালিন তাঁর স্ত্রীর বাসায় আসেন। এ সময় সেঁজুতি মোরছালিনের জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গেলে তিনি বলেন, ‘আমি খাবার খেতে আসিনি। ২০ লাখ টাকা নেওয়ার জন্য এসেছি।’
তখন ঘটনাস্থলে উপস্থিত সেঁজুতির পিতা-মাতা আসামিকে অনুরোধ করেন যে, ২০ লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়ার মতো সামর্থ্য তাদের নেই। তখন আসামি তাঁর স্ত্রী সেঁজুতি ও তাঁর পিতা-মাতাকে গালাগালি ও হুমকি-ধমকি দিতে থাকেন।
মামলায় আরও বলা হয়, আসামি মোরছালিন বাদীর কাছে যৌতুক চেয়েছেন এবং মানসিকভাবে নির্যাতন করে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অপরাধ সংঘটিত করেছেন।
উল্লেখ্য, গত বছর মদককাণ্ডে ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছিলেন মোরছালিন। এরপর পরিবারের কাউকে না জানিয়ে সেঁজুতিকে বিয়ে করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচিত হন মোরছালিন।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৬ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৬ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৬ ঘণ্টা আগে