প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তাই প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি ছুটছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ।
মঙ্গলবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকাল থেকেই ছিল ঘরমুখো মানুষের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফেরিঘাটে মানুষের চাপ বাড়তে শুরু করে। অপরদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ছুটে চলেছে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি। চোখে পড়ার মত ছিল যাত্রী বহনকারী মোটরসাইকেলের বহর।
মানিকগঞ্জের পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে আসা ফেরিগুলোতে দেখা যায় সামান্য কিছু গাড়ির সঙ্গে বেশির ভাগই মানুষ। মানুষ নদী পার হয়ে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বিভিন্ন গাড়িতে করে গন্তব্যে যাচ্ছে। ফেরিতে গাদাগাদি করে মানুষ পারাপার হচ্ছে। মানছেন না স্বাস্থ্যবিধিও।
করোনা সংক্রমণরোধে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন করার কথা থাকলেও দ্বিগুণের চেয়েও বেশি যাত্রী নিয়ে চলাচল করছে। এতে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
ঘাটে আসা কিছু যাত্রীদের মুখে মাস্ক দেখা গেলেও অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক। এ ছাড়া সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন দেখা যায়নি।
গতকাল সোমবার দুপুর থেকে নদী পার হয়ে আসা যেসব যাত্রীর মুখে মাস্ক নেই তাদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম শুরু করেছে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। এ কার্যক্রম আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ছোট-বড় ফেরি চলাচল করছে। নদী পারাপারে যানবাহনগুলোর কোনো সমস্যা হচ্ছে না। এখন গরুবাহী ট্রাকের চাপ নেই।
সকালের দিকে যাত্রীর চাপ কম ছিল। তবে দুপুরের পর থেকে যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আজ শুধুমাত্র যাত্রীবাহী বাস ও সামান্য সংখ্যক পণ্যবাহী ট্রাকের সারি থাকলেও দুই দিন আগের মতো এসব যানবাহনকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে না।
পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তাই প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি ছুটছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ।
মঙ্গলবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকাল থেকেই ছিল ঘরমুখো মানুষের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফেরিঘাটে মানুষের চাপ বাড়তে শুরু করে। অপরদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ছুটে চলেছে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি। চোখে পড়ার মত ছিল যাত্রী বহনকারী মোটরসাইকেলের বহর।
মানিকগঞ্জের পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে আসা ফেরিগুলোতে দেখা যায় সামান্য কিছু গাড়ির সঙ্গে বেশির ভাগই মানুষ। মানুষ নদী পার হয়ে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বিভিন্ন গাড়িতে করে গন্তব্যে যাচ্ছে। ফেরিতে গাদাগাদি করে মানুষ পারাপার হচ্ছে। মানছেন না স্বাস্থ্যবিধিও।
করোনা সংক্রমণরোধে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন করার কথা থাকলেও দ্বিগুণের চেয়েও বেশি যাত্রী নিয়ে চলাচল করছে। এতে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
ঘাটে আসা কিছু যাত্রীদের মুখে মাস্ক দেখা গেলেও অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক। এ ছাড়া সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন দেখা যায়নি।
গতকাল সোমবার দুপুর থেকে নদী পার হয়ে আসা যেসব যাত্রীর মুখে মাস্ক নেই তাদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম শুরু করেছে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। এ কার্যক্রম আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ছোট-বড় ফেরি চলাচল করছে। নদী পারাপারে যানবাহনগুলোর কোনো সমস্যা হচ্ছে না। এখন গরুবাহী ট্রাকের চাপ নেই।
সকালের দিকে যাত্রীর চাপ কম ছিল। তবে দুপুরের পর থেকে যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আজ শুধুমাত্র যাত্রীবাহী বাস ও সামান্য সংখ্যক পণ্যবাহী ট্রাকের সারি থাকলেও দুই দিন আগের মতো এসব যানবাহনকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে না।
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
১ ঘণ্টা আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে