পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ঘোড়াশাল শাখা থেকে জালিয়াতির মাধ্যমে দুই গ্রাহকের ১ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনায় জিয়াউল হক ও দেবল চন্দ্র মিত্র নামে দুই ভুক্তভোগী গ্রাহক পলাশ থানায় ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক, কাস্টমার সার্ভিস ম্যানেজারসহ অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ প্রতারণার অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার সোমা সাহা শাখা ব্যবস্থাপকের ফোন নম্বর থেকে কল করে জিয়াউল হক ও দেবল চন্দ্র মিত্রকে তাদের অ্যাকাউন্টের এটিএম কার্ড বিষয়ে হেড অফিসের এক কর্মকর্তাকে তথ্য দেওয়ার কথা জানায়। এর পরপরই এক ব্যক্তি তাদের ফোন নম্বরে কল করে হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের ক্রেডিট কার্ডের গোপন তথ্য নিয়ে নেয়। এতে ওই দুই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা খোয়া যায়।
ভুক্তভোগী জিয়াউল হক বলেন, ‘গতকাল বুধবার সকাল পৌনে ১১টার দিকে ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার সোমা সাহা শাখা ব্যবস্থাপকের ফোন নম্বর থেকে আমাকে কল দেন। এ সময় তিনি আমাকে জানান কিছুক্ষণের মধ্যে হেড অফিস থেকে আমার মোবাইল ফোনে ফোন করা হবে এবং আমার ক্রেডিট কার্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেটের কাজ করা হবে। এর কিছুক্ষণ পরই আমার ফোনে একটি নম্বর থেকে কল আসে এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত বেশ কিছু তথ্য নেয়। পরে দেখি আমার হিসাব থেকে চার ধাপে ১ লাখ টাকা তোলা হয়েছে। হেড অফিসের কর্মকর্তা পরিচয়ে যিনি কল করেছিল, তিনি ফোন করে প্রথমেই বলেছিল ঘোড়াশাল শাখা থেকে ক্রেডিট কার্ড আপডেটের তথ্যের বিষয়টি জানিয়েছিল কিনা। তাই সরল বিশ্বাসে সব তথ্য দিয়ে দেই।’
একই ভাবে প্রতারণার শিকার দেবল চন্দ্র মিত্র বলেন, ‘সকালে ব্যাংকের নিরাপত্তা কর্মীকে দিয়ে সোমা সাহা আমার ফোন নম্বর সংগ্রহ করেন। পরে তিনি আমাকে একইভাবে কল করে ক্রেডিট কার্ডের তথ্য আপডেটের বিষয়টি জানায়। আমিও সরল বিশ্বাসে ওই ব্যক্তিকে সব তথ্য জানাই। এরপর আমার হিসাব থেকে তিন ধাপে ৭৫ হাজার টাকা উত্তোলন দেখায়। টাকা উঠিয়ে নেওয়ার বিষয়টি দেখার পর সঙ্গে সঙ্গে ব্যাংকে যোগাযোগ করি, কিন্তু শাখা ব্যবস্থাপক আমাদের কোন উত্তর দেয়নি। তিনি শুধু বলেছেন প্রতারক চক্র আমাদের হিসাব থেকে টাকা তুলে নিয়ে গেছে। অথচ আমরা ব্যাংক কর্মকর্তার পরামর্শেই এসব তথ্য দিয়েছিলাম। পরে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেই।’
এদিকে ওই ব্যাংকের ঘোড়াশাল শাখা ব্যবস্থাপক আমান উল্লাহ খান ও কাস্টমার সার্ভিস ম্যানেজার সোমা সাহার সঙ্গে যোগাযোগ করলে তারা এ বিষয়ে হেড অফিসের অনুমতি ব্যতীত কথা বলতে রাজি হয়নি।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, ‘ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নরসিংদীর পলাশ উপজেলায় একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ঘোড়াশাল শাখা থেকে জালিয়াতির মাধ্যমে দুই গ্রাহকের ১ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনায় জিয়াউল হক ও দেবল চন্দ্র মিত্র নামে দুই ভুক্তভোগী গ্রাহক পলাশ থানায় ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক, কাস্টমার সার্ভিস ম্যানেজারসহ অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ প্রতারণার অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার সোমা সাহা শাখা ব্যবস্থাপকের ফোন নম্বর থেকে কল করে জিয়াউল হক ও দেবল চন্দ্র মিত্রকে তাদের অ্যাকাউন্টের এটিএম কার্ড বিষয়ে হেড অফিসের এক কর্মকর্তাকে তথ্য দেওয়ার কথা জানায়। এর পরপরই এক ব্যক্তি তাদের ফোন নম্বরে কল করে হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের ক্রেডিট কার্ডের গোপন তথ্য নিয়ে নেয়। এতে ওই দুই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা খোয়া যায়।
ভুক্তভোগী জিয়াউল হক বলেন, ‘গতকাল বুধবার সকাল পৌনে ১১টার দিকে ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার সোমা সাহা শাখা ব্যবস্থাপকের ফোন নম্বর থেকে আমাকে কল দেন। এ সময় তিনি আমাকে জানান কিছুক্ষণের মধ্যে হেড অফিস থেকে আমার মোবাইল ফোনে ফোন করা হবে এবং আমার ক্রেডিট কার্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেটের কাজ করা হবে। এর কিছুক্ষণ পরই আমার ফোনে একটি নম্বর থেকে কল আসে এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত বেশ কিছু তথ্য নেয়। পরে দেখি আমার হিসাব থেকে চার ধাপে ১ লাখ টাকা তোলা হয়েছে। হেড অফিসের কর্মকর্তা পরিচয়ে যিনি কল করেছিল, তিনি ফোন করে প্রথমেই বলেছিল ঘোড়াশাল শাখা থেকে ক্রেডিট কার্ড আপডেটের তথ্যের বিষয়টি জানিয়েছিল কিনা। তাই সরল বিশ্বাসে সব তথ্য দিয়ে দেই।’
একই ভাবে প্রতারণার শিকার দেবল চন্দ্র মিত্র বলেন, ‘সকালে ব্যাংকের নিরাপত্তা কর্মীকে দিয়ে সোমা সাহা আমার ফোন নম্বর সংগ্রহ করেন। পরে তিনি আমাকে একইভাবে কল করে ক্রেডিট কার্ডের তথ্য আপডেটের বিষয়টি জানায়। আমিও সরল বিশ্বাসে ওই ব্যক্তিকে সব তথ্য জানাই। এরপর আমার হিসাব থেকে তিন ধাপে ৭৫ হাজার টাকা উত্তোলন দেখায়। টাকা উঠিয়ে নেওয়ার বিষয়টি দেখার পর সঙ্গে সঙ্গে ব্যাংকে যোগাযোগ করি, কিন্তু শাখা ব্যবস্থাপক আমাদের কোন উত্তর দেয়নি। তিনি শুধু বলেছেন প্রতারক চক্র আমাদের হিসাব থেকে টাকা তুলে নিয়ে গেছে। অথচ আমরা ব্যাংক কর্মকর্তার পরামর্শেই এসব তথ্য দিয়েছিলাম। পরে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেই।’
এদিকে ওই ব্যাংকের ঘোড়াশাল শাখা ব্যবস্থাপক আমান উল্লাহ খান ও কাস্টমার সার্ভিস ম্যানেজার সোমা সাহার সঙ্গে যোগাযোগ করলে তারা এ বিষয়ে হেড অফিসের অনুমতি ব্যতীত কথা বলতে রাজি হয়নি।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, ‘ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে