Ajker Patrika

বিদ্যুতায়িত স্বামীকে বাঁচাতে গিয়ে জীবন দিলেন স্ত্রীও

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ০৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রথমে স্বামী বিদ্যুতায়িত হলে তাঁকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্ত্রীও। গতকাল শুক্রবার বিকেলে বিদ্যুতায়িত হলে ঢাকায় নেওয়ার পথে রাতে তাঁদের মৃত্যু হয়।

নিহত দুজন হলেন উপজেলার কির্ত্তুনিয়া ইছব আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ ভূঁইয়া (৫৪) এবং তাঁর স্ত্রী ফেরদৌসী আক্তার (৪২। তাঁদের বাড়ি উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্ৰামে।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিকেলে মো. শহীদুল্লাহ ভূঁইয়া বাড়ির পাশে একটি পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। পুকুরের পানি সেচের জন্য একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রীও বিদ্যুতায়িত হন। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার বিকেলে পানির মোটর থেকে বিদ্যুতায়িত হয় ওই দম্পতি। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

অনাস্থার শেয়ারবাজারে সূচকে বড় উত্থান, পেছনে কি ড. ইউনূস ফ্যাক্টর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত