Ajker Patrika

৩ দফা দাবিতে নীলক্ষেত অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি
৩ দফা দাবিতে নীলক্ষেত অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের

তিন দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তাঁরা নীলক্ষেত মোড় অবরোধ করেন। পরে শিক্ষকদের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে চলে যান তাঁরা। 

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো—১. পরীক্ষার খাতা পুনঃ বিবেচনা করে নতুন রেজাল্ট দেওয়া, ২. দর্শন বিভাগের ১০০ নম্বরের পরীক্ষার ৮০ নম্বর লিখিত ও ২০ নম্বর ইনকোর্স থেকে রাখা ও ৩. প্রতিবছরের রেজাল্ট বিপর্যয়ের স্থায়ী সমাধান করা। 

আন্দোলনকারী কবি নজরুল সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী বলেন, ‘৪ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টায় নেওয়া হয়েছে। কিন্তু ওইভাবে বিবেচনা করা হয়নি। আমাদের কলেজে বাংলা বিভাগে ১৯০ জন পরীক্ষার্থী থেকে পাস করেছে মাত্র ৪ জন। আবার অনেক পরীক্ষায় অংশগ্রহণকারীর রেজাল্ট অনুপস্থিত এসেছে। প্রশাসন আমাদের কোনো দাবিই মানছে না। তাই আজ আমরা অবরোধ করেছি।’ 

এ সময় শিক্ষার্থীরা—‘আমাদের দাবি মানতে হবে’, ‘দাবি মোদের একটাই’, ‘উই ওয়ান্ট প্রমোশন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় রাস্তার তীব্র যানজট সৃষ্টি হয়। এতে পথচারী ও গাড়িচালকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। 

পরে আন্দোলন চলাকালে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক এসে তাঁদের দাবি পূরণের আশ্বাস দেন। আন্দোলনকারীরা তারপরও তাঁদের কর্মসূচি চালিয়ে যান। পরে দুপুর ১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা ও শিক্ষকদের অনুরোধে আন্দোলনকারীরা নীলক্ষেত মোড় ত্যাগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত