টাঙ্গাইল প্রতিনিধি
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি দেশের জন্য একটি বড় ইস্যু বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু। এই ইস্যুকে বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক দল নয়, সব রাজনৈতিক দল, সরকার ও জনগণের ঐক্য দরকার।’
আজ শনিবার টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনিযুক্ত শিক্ষকদের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জাতীয় ঐক্যের জন্য সরকারের যে উদ্যোগ, সরকার এখনো গ্রহণ করেনি। জাতীয় ঐক্যের জন্য সরকার সব রাজনৈতিক দলকে নিয়ে গোলটেবিল বৈঠক করবে মতামতের জন্য, সেই আয়োজন হয়নি। কাজেই এ ব্যাপারে আমাদের দলও প্রাথমিক পর্যায়ে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে এখনো চূড়ান্তভাবে কিছু বলার সময় হয়নি।’
আহমেদ আযম খান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন এ দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এই দেশের সমৃদ্ধির জন্য লড়াই করেছেন। আগামীতে তিনি রাজনীতিতে ওইভাবেই সক্রিয় থাকবেন মুরব্বি হিসেবে, দেশের অভিভাবক হিসেবে। যেকোনো সময় তিনি মাতার ভূমিকায় অবতীর্ণ হবেন। আগামী দিনের গণতন্ত্রের যাত্রায় তিনি দিকনির্দেশনা দেবেন।’
ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে আহমেদ আযম খান বলেন, ‘পাক-ভারত যুদ্ধ একটি স্পর্শকাতর বিষয়। পাক-ভারত আমাদের এই উপমহাদেশে। পাক-ভারত যুদ্ধে উপমহাদেশের আমরা সবাই অল্প বা বেশি ক্ষতিগ্রস্ত হব। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমাদের অর্থনৈতিক ও বাজার ব্যবস্থায় প্রভাব পড়েছে।
পাক-ভারত যুদ্ধেও আমাদের উপমহাদেশে বাজার ও অর্থনীতিতে প্রভাব পড়বে। পাক-ভারত উভয় দেশ সংযমের পরিচয় দিক। যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসুক, এটাই আশা করি। ভারত যে আগ্রাসী ভূমিকায় আছে, এই আগ্রাসী ভূমিকা থেকে পিছু হটা অত্যন্ত জরুরি। এই উপমহাদেশের শান্তি জরুরি।’
শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, বিএনপির সহসভাপতি রাশেদা সুলতানা রুবি, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির খান ইমন।
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি দেশের জন্য একটি বড় ইস্যু বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু। এই ইস্যুকে বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক দল নয়, সব রাজনৈতিক দল, সরকার ও জনগণের ঐক্য দরকার।’
আজ শনিবার টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনিযুক্ত শিক্ষকদের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জাতীয় ঐক্যের জন্য সরকারের যে উদ্যোগ, সরকার এখনো গ্রহণ করেনি। জাতীয় ঐক্যের জন্য সরকার সব রাজনৈতিক দলকে নিয়ে গোলটেবিল বৈঠক করবে মতামতের জন্য, সেই আয়োজন হয়নি। কাজেই এ ব্যাপারে আমাদের দলও প্রাথমিক পর্যায়ে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে এখনো চূড়ান্তভাবে কিছু বলার সময় হয়নি।’
আহমেদ আযম খান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন এ দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এই দেশের সমৃদ্ধির জন্য লড়াই করেছেন। আগামীতে তিনি রাজনীতিতে ওইভাবেই সক্রিয় থাকবেন মুরব্বি হিসেবে, দেশের অভিভাবক হিসেবে। যেকোনো সময় তিনি মাতার ভূমিকায় অবতীর্ণ হবেন। আগামী দিনের গণতন্ত্রের যাত্রায় তিনি দিকনির্দেশনা দেবেন।’
ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে আহমেদ আযম খান বলেন, ‘পাক-ভারত যুদ্ধ একটি স্পর্শকাতর বিষয়। পাক-ভারত আমাদের এই উপমহাদেশে। পাক-ভারত যুদ্ধে উপমহাদেশের আমরা সবাই অল্প বা বেশি ক্ষতিগ্রস্ত হব। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমাদের অর্থনৈতিক ও বাজার ব্যবস্থায় প্রভাব পড়েছে।
পাক-ভারত যুদ্ধেও আমাদের উপমহাদেশে বাজার ও অর্থনীতিতে প্রভাব পড়বে। পাক-ভারত উভয় দেশ সংযমের পরিচয় দিক। যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসুক, এটাই আশা করি। ভারত যে আগ্রাসী ভূমিকায় আছে, এই আগ্রাসী ভূমিকা থেকে পিছু হটা অত্যন্ত জরুরি। এই উপমহাদেশের শান্তি জরুরি।’
শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, বিএনপির সহসভাপতি রাশেদা সুলতানা রুবি, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির খান ইমন।
কিশোরগঞ্জে চৌদ্দশত বাসস্ট্যান্ডে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১০ মে) সকাল ১০টার দিকে চৌদ্দশত নান্দলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগেনৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত ছয় লেন মহাসড়কের অনুমোদন হয়েছে। আশা করি, দ্রুত কাজ শুরু হবে। ধাপে ধাপে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের মহাসড়ক হবে।’
১২ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ২০০ গজের মধ্যে শুক্রবার (৯ মে) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুটি বাঙ্কার নির্মাণ করেছে। এতে সীমান্ত এলাকার বাংলাদেশি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেনে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
৩০ মিনিট আগেপ্রায় এক যুগ পর বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৩৫টি পরিচালক পদের পূর্ণ প্যানেলে জয় পেয়েছে বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স।
৩৮ মিনিট আগে