Ajker Patrika

দৌলতদিয়ায় উত্তরণ ফাউন্ডেশনের কোরবানির পশুর গোশত বিতরণ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দৌলতদিয়ায় উত্তরণ ফাউন্ডেশনের কোরবানির পশুর গোশত বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ার ১ হাজার ৪০০ সুবিধাবঞ্চিত নারী ও তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরবানির পশুর গোশত বিতরণ করা হয়েছে। 

আজ রোববার ঈদুল আজহার দিন দৌলতদিয়া রেলস্টেশন চত্বরে সুবিধাবঞ্চিতদের মধ্যে কোরবানির গরুর গোশত বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন, মাঈনউদ্দিন চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. সেলিম মুন্সী, দৌলতদিয়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভাপতি ঝুমুর বেগম প্রমুখ। 

গোশত বিতরণ প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান স্যার দৌলতদিয়া পূর্বপাড়ায় বসবাসরত ১ হাজার ৪০০ নারী ও তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে এক কেজি করে কোরবানির পশুর গোশত উপহার দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত