নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পত্রপত্রিকায় শিশুদের লেখার কোনো ব্যবস্থা না থাকাটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, আমি পত্রিকার উদ্দেশে বলতে চাই, শিশুদের জন্য এই লেখার ব্যবস্থা আপনারা যদি করেন তাহলে শিশুরা লিখবে, শিখবে আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে।
আজ রোববার সিডরাপ ভবনে অ্যাকশনএআইডি আয়োজিত অ্যাকশন এআইডি মিডিয়া অ্যান্ড ফেলোশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ছোটবেলায় আমি শিশুদের পাতায় লিখতাম। সেটা ছাপানো হলে আমার অনেক বেশি আনন্দ হতো। আমি অনুপ্রাণিত হতাম। এই ব্যাপারটা আমার মধ্যে আত্মবিশ্বাস এনে দিত।
তথ্যমন্ত্রী বলেন, সমাজে এমন অনেক গোষ্ঠি বা মানুষ আছে যারা তাঁদের কথা বলতে পারে না। একজন সাংবাদিক তাঁর লেখনির মাধ্যমে তাঁর পত্রিকায়, চ্যানেলে, অনলাইনে সেই কথাগুলো তুলে ধরেন। যারা স্বপ্ন দেখতে ভয় পান, তাঁদের একজন সাংবাদিক স্বপ্ন দেখাতে পারেন তাঁর লেখনি কিংবা রিপোর্ট উপস্থাপনের মাধ্যমে। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে একজন সাংবাদিক বিরাট ভূমিকা পালন করেন।
অ্যাকশন এআইডি মিডিয়া অ্যান্ড ফেলোশিপ অ্যাওয়ার্ড সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশন পত্রিকার রিপোর্ট মানুষকে ভাবায়। তাদের উৎসাহ দিতে এ রিপোর্টিং অ্যাওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান। তরুণ সাংবাদিকদের সম্মাননা প্রদান ও তাঁদের কাজকে মূল্যায়ন করার জন্য এই আয়োজনকে সাধুবাদ জানান তিনি।
ড. গোলাম রহমান বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছেন তরুণ সমাজ। তাঁদের কাজকে অবশ্যই অনুপ্রেরণা দিতে হবে। কারণ আমাদের দেশে যত উন্নয়নের কাজ আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে তরুণদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই দিক থেকে তাঁদের উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিউজ টুয়েন্টিফোরের নিউজ এডিটর বোরহানুল হক সম্রাট। অনুষ্ঠানে তিনজন সাংবাদিককে ফেলোশিপ আর তিনজনকে ক্রেস্ট দেওয়া হয়।
পত্রপত্রিকায় শিশুদের লেখার কোনো ব্যবস্থা না থাকাটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, আমি পত্রিকার উদ্দেশে বলতে চাই, শিশুদের জন্য এই লেখার ব্যবস্থা আপনারা যদি করেন তাহলে শিশুরা লিখবে, শিখবে আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে।
আজ রোববার সিডরাপ ভবনে অ্যাকশনএআইডি আয়োজিত অ্যাকশন এআইডি মিডিয়া অ্যান্ড ফেলোশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ছোটবেলায় আমি শিশুদের পাতায় লিখতাম। সেটা ছাপানো হলে আমার অনেক বেশি আনন্দ হতো। আমি অনুপ্রাণিত হতাম। এই ব্যাপারটা আমার মধ্যে আত্মবিশ্বাস এনে দিত।
তথ্যমন্ত্রী বলেন, সমাজে এমন অনেক গোষ্ঠি বা মানুষ আছে যারা তাঁদের কথা বলতে পারে না। একজন সাংবাদিক তাঁর লেখনির মাধ্যমে তাঁর পত্রিকায়, চ্যানেলে, অনলাইনে সেই কথাগুলো তুলে ধরেন। যারা স্বপ্ন দেখতে ভয় পান, তাঁদের একজন সাংবাদিক স্বপ্ন দেখাতে পারেন তাঁর লেখনি কিংবা রিপোর্ট উপস্থাপনের মাধ্যমে। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে একজন সাংবাদিক বিরাট ভূমিকা পালন করেন।
অ্যাকশন এআইডি মিডিয়া অ্যান্ড ফেলোশিপ অ্যাওয়ার্ড সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশন পত্রিকার রিপোর্ট মানুষকে ভাবায়। তাদের উৎসাহ দিতে এ রিপোর্টিং অ্যাওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান। তরুণ সাংবাদিকদের সম্মাননা প্রদান ও তাঁদের কাজকে মূল্যায়ন করার জন্য এই আয়োজনকে সাধুবাদ জানান তিনি।
ড. গোলাম রহমান বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছেন তরুণ সমাজ। তাঁদের কাজকে অবশ্যই অনুপ্রেরণা দিতে হবে। কারণ আমাদের দেশে যত উন্নয়নের কাজ আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে তরুণদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই দিক থেকে তাঁদের উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিউজ টুয়েন্টিফোরের নিউজ এডিটর বোরহানুল হক সম্রাট। অনুষ্ঠানে তিনজন সাংবাদিককে ফেলোশিপ আর তিনজনকে ক্রেস্ট দেওয়া হয়।
গত বছর ঢাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের মিরাজ। তিনি ছিলেন মৃত আব্দুস ছালামের বড় ছেলে। মাত্র ৫ শতাংশ জমি কিনে বাড়ি করার ইচ্ছে ছিল তাঁদের। কিন্তু প্রতিবেশী দুলাল মণ্ডল দলিল থাকা সত্ত্বেও জমিটি দখলে নিতে দেননি।
২ মিনিট আগেপুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
১ ঘণ্টা আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে