নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক সংসদ সদস্য (যশোর-৩) কাজী নাবিল আহমেদ, তাঁর মা আমিনা আহমেদ, বাবা মৃত কাজী শাহেদ আহমেদ এবং দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা আরও ৪০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানা গেছে। আদালতে দুদকের সহকারী আদালত পরিদর্শক আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেন।
অবরুদ্ধের আদেশ দেওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে কাজী নাবিল আহমেদের ২১টি, কাজী আনিস আহমেদের ২০টি, কাজী ইনাম আহমেদের ১০টি, আমিনা আহমেদের ২৫টি ও মৃত কাজী শাহেদ আহমেদের নামে থাকা ৭টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, কাজী নাবিল আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দুদক অনুসন্ধান করছে।
অনুসন্ধানে দুদক জানতে পেরেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের ব্যাংক হিসাব থেকে অন্যত্র অর্থ স্থানান্তর ও হস্তান্তর করতে পারেন। তাঁরা যাতে এসব অস্থাবর সম্পদ হস্তান্তর ও স্থানান্তর বা অন্য কোনো উপায়ে মালিকানা পরিবর্তন বা উত্তোলন করতে না পারেন, তাই অবরুদ্ধকরণ (ফ্রিজ) আবশ্যক।
উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি কাজী নাবিল আহমেদ, কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদ এবং তাঁদের মা কাজী আমিনা আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সাবেক সংসদ সদস্য (যশোর-৩) কাজী নাবিল আহমেদ, তাঁর মা আমিনা আহমেদ, বাবা মৃত কাজী শাহেদ আহমেদ এবং দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা আরও ৪০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানা গেছে। আদালতে দুদকের সহকারী আদালত পরিদর্শক আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেন।
অবরুদ্ধের আদেশ দেওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে কাজী নাবিল আহমেদের ২১টি, কাজী আনিস আহমেদের ২০টি, কাজী ইনাম আহমেদের ১০টি, আমিনা আহমেদের ২৫টি ও মৃত কাজী শাহেদ আহমেদের নামে থাকা ৭টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, কাজী নাবিল আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দুদক অনুসন্ধান করছে।
অনুসন্ধানে দুদক জানতে পেরেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের ব্যাংক হিসাব থেকে অন্যত্র অর্থ স্থানান্তর ও হস্তান্তর করতে পারেন। তাঁরা যাতে এসব অস্থাবর সম্পদ হস্তান্তর ও স্থানান্তর বা অন্য কোনো উপায়ে মালিকানা পরিবর্তন বা উত্তোলন করতে না পারেন, তাই অবরুদ্ধকরণ (ফ্রিজ) আবশ্যক।
উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি কাজী নাবিল আহমেদ, কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদ এবং তাঁদের মা কাজী আমিনা আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (সহকারী তহশিলদার) জাহিদুল ইসলামের বিরুদ্ধে তরমুজ পরিবহনে বাধা ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে তরমুজচাষিরা মানববন্ধন করেছেন। ২৫ ফেব্রুয়ারি বিকেলে গহিনখালী লঞ্চঘাটে তরমুজচাষিরা এই মানববন্ধন করেন।
৩৮ মিনিট আগেফেনীর দাগনভূঞায় আওয়ামী লীগ নেতার মারধরে আহত এক বিএনপি কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ব্যক্তির নাম বেলাল হোসেন (৫০)। তিনি উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের খলিল ভূঞা বাড়ির আবু বকর ছিদ্দিকের ছেলে। গত রোববার সকালে নিহতের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেযশোরের ঝিকরগাছায় যুবদল কর্মী পিয়াল হাসান হত্যা মামলার আসামি আমিরুল ইসলামের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আমিরুলের স্বজনদের পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান আমিরুল ইসলাম (৫৬)। রাতে তাঁর লাশ
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাসহ ১২ সদস্যদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। কর্মস্থলে অনুপস্থিত ও কর্তব্যে অবহেলার কারণে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের স্বাক্ষরিত ওই নোটিশ পাঠানো হয়। ১০ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা
২ ঘণ্টা আগে