Ajker Patrika

ডামুড্যায় পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
ডামুড্যায় পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যায় দুটি ভিন্ন ভিন্ন মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছেন ডামুড্যা থানা-পুলিশ। আজ শনিবার ডামুড্যা উপজেলার চর শিধলকুড়া গ্রাম হতে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি সবুজ ফরাজি (৩০) কে গ্রেপ্তার করেন ডামুড্যা থানার এএসআই মুকুল মোল্লা।

একই দিন পূর্ব ডামুড্যা ইউনিয়নের গড়োয়া গ্রাম হতে যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুস সামাদ সরদার (৩৫) কে গ্রেপ্তার করেন ডামুড্যা থানার এএসআই পলাশ।

ডামুড্যা থানা সূত্রে জানা যায়, আদালত তাদের দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালান হয় পুলিশ। আজ শনিবার ডামুড্যা উপজেলার চর শিধলকুড়া গ্রাম হতে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি সবুজ ফরাজিকে এবং গড়োয়া গ্রাম হতে যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুস সামাদ সরদারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের শরীয়তপুর জেলা আদালতে পাঠিয়ে দেওয়া হয়। 

এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন, ‘ডামুড্যা থানায় কোন অপরাধীর স্থান হবে না। অপরাধীরা যেখানেই থাকুক না কেন, তাদের কে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত