নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীনতার পূর্ণ স্বাদ এই জাতি পেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান। আজ সোমবার সকাল ১১টায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবদুর রহমান। তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমরা বিজয় পেয়েছিলাম; হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। কিন্তু সেদিন আমাদের মধ্যে কোনো আনন্দ-উত্তেজনা ছিল না। সবার একটাই প্রার্থনা ছিল যে, বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেন বাংলার মাটিতে আমরা ফিরে পাই। সকলের প্রার্থনার ফলে আমরা আমাদের মহান নেতাকে আমাদের মাঝে ফিরে পেয়েছিলাম।’
ইন্দিরা গান্ধীর অক্লান্ত পরিশ্রমের ফলে বঙ্গবন্ধুকে বাংলাদেশ ফিরে পেয়েছে উল্লেখ করে আবদুর রহমান বলেন, ‘মিসেস গান্ধীর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা যদি না থাকত, তাহলে আমরা আমাদের প্রিয় নেতাকে ফিরে পেতাম কি-না, তা নিয়ে সন্দেহ হয়। তাই আমাদের অকৃত্রিম বন্ধু ভারতবাসী ও মিসেস গান্ধীকে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। যত ষড়যন্ত্র আসুক না কেন, ৭১ সালের মতন এখনো বাংলাদেশে কোনো ষড়যন্ত্র টিকবে না বলে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘জনগণের আস্থার জায়গায় যারা পৌঁছাতে পারে না, তারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে যায়। তাদের কারণেই স্বাধীনতার ৫০ বছর পরও সাম্প্রতিক অপশক্তির বিরুদ্ধে আমাদের আজও লড়াই করতে হয়। আজও কথা বলতে হয়।’
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লেখক ও বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।
১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীনতার পূর্ণ স্বাদ এই জাতি পেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান। আজ সোমবার সকাল ১১টায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবদুর রহমান। তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমরা বিজয় পেয়েছিলাম; হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। কিন্তু সেদিন আমাদের মধ্যে কোনো আনন্দ-উত্তেজনা ছিল না। সবার একটাই প্রার্থনা ছিল যে, বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেন বাংলার মাটিতে আমরা ফিরে পাই। সকলের প্রার্থনার ফলে আমরা আমাদের মহান নেতাকে আমাদের মাঝে ফিরে পেয়েছিলাম।’
ইন্দিরা গান্ধীর অক্লান্ত পরিশ্রমের ফলে বঙ্গবন্ধুকে বাংলাদেশ ফিরে পেয়েছে উল্লেখ করে আবদুর রহমান বলেন, ‘মিসেস গান্ধীর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা যদি না থাকত, তাহলে আমরা আমাদের প্রিয় নেতাকে ফিরে পেতাম কি-না, তা নিয়ে সন্দেহ হয়। তাই আমাদের অকৃত্রিম বন্ধু ভারতবাসী ও মিসেস গান্ধীকে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। যত ষড়যন্ত্র আসুক না কেন, ৭১ সালের মতন এখনো বাংলাদেশে কোনো ষড়যন্ত্র টিকবে না বলে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘জনগণের আস্থার জায়গায় যারা পৌঁছাতে পারে না, তারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে যায়। তাদের কারণেই স্বাধীনতার ৫০ বছর পরও সাম্প্রতিক অপশক্তির বিরুদ্ধে আমাদের আজও লড়াই করতে হয়। আজও কথা বলতে হয়।’
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লেখক ও বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।
ইসলামী ব্যাংক বাংলাদেশের খাতুনগঞ্জ শাখায় অঙ্গপ্রতিষ্ঠান এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ১৩ হাজার ৩১৭ কোটি টাকার ঋণখেলাপির মামলায় এস আলম গ্রুপসংশ্লিষ্ট ৫৪৮ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স এবং ৫৮ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৬২১টি শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৪ মিনিট আগেনেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। আজ বুধবার (২৩ জুলাই) দুপুর ও সন্ধ্যায় রংছাতি ও খারনৈ ইউনিয়নের দুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে জাবের ইবনে ওমর (১০ মাস) ও আজমাইন (আড়াই বছর)।
৫ মিনিট আগেসাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুল আলম বাচ্চুকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিকেলে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।
৭ মিনিট আগেজীবিত তিন মামাকে ‘মৃত’ দেখিয়ে কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও বিক্রির অভিযোগ উঠেছে তাঁদের ভাগনের বিরুদ্ধে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের খারিজা ভাজনী গ্রামে এ ঘটনা ঘটেছে।
২৭ মিনিট আগে