Ajker Patrika

মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৯: ০৮
Thumbnail image

মুন্সিগঞ্জ-৩ (সদর এবং গজারিয়া) আসনে ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। 

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান আজকের পত্রিকাকে জানান, নিহত মো. জিল্লুর রহমান ঢাকায় থাকতেন। তিনি ভোট দিতে মুন্সিগঞ্জে গিয়েছিলেন। তিনি একাধিক মামলার আসামি। 

জিল্লুর রহমান (৪৫) টেঙ্গর এলাকার শরিতল মুন্সীর ছেলে। 

নিহত জিল্লুর রহমানের স্ত্রী রেহেনা বেগম বলেন, ‘আমার স্বামী নৌকার সমর্থক। শনিবার রাতে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের (কাঁচি প্রতীক) সমর্থক মীরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম শাহীনের নির্দেশে বিপ্লবের লোকজন হুমকি দিয়ে যায়। আজ সকালে ওরাই আমার স্বামীকে রামদা দিয়া কুপিয়ে হত্যা করে।’

নিহত জিল্লুর রহমানের মেয়ে মৌমিতা বলেন, ‘আমার বাবাকে বেশ কিছু দিন ধরে হুমকি-ধামকি দিচ্ছিল মেয়র শাহিনসহ তার লোকজন। আমাদের বাড়িতে কয়েকবার হামলা চালিয়েছিল। কারণ আমার বাবা নৌকার সমর্থক ছিল। এজন্যই কাঁচির সমর্থক শাহিনের নির্দেশে আমার বাবাকে হত্যা করে সম্পদ মিয়া, লিটন মিয়া, রাহাদসহ আরও অনেকেই। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

এ ব্যাপারে মীরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম শাহীন বলেন, ‘এ ঘটনার সময় আমি ছিলাম না। আমি জড়ি নই।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু জাফর রিপন, পুলিশ সুপার আসলাম খানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। 

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ‘ঘটনাটি ভোটকেন্দ্রের বাইরে ঘটেছে। এটি অপ্রত্যাশিত ছিল। সেখানে অনেক ফোর্স (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য) মোতায়েন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। নিহত ব্যক্তি একটি হত্যা মামলার আসামি। তিনি জামিনে ছিলেন। সবদিক বিবেচনা করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু জাফর রিপন বলেন, ‘ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। কিছু কিছু ঘটনায় তদন্তাধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত