Ajker Patrika

জমি নিয়ে বাগ্‌বিতণ্ডায় ছুরিকাঘাতে প্রবাসীকে হত্যা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৫: ৪৯
জমি নিয়ে বাগ্‌বিতণ্ডায় ছুরিকাঘাতে প্রবাসীকে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় জমির সীমানাপ্রাচীর নিয়ে বাগ্‌বিতণ্ডায় মো. মোবারক হোসেন (৪০) নামে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

মৃত মোবারক হোসেন ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ১০ দিন আগে বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন।

আহতরা হলেন মৃতের ভাই মো. আলম, বোন খালেদা (৩০), প্রতিবেশী রফিকুল ইসলাম (৩৫) ও হাদিউল ইসলাম (৩০)।

মৃতের স্বজনেরা জানান, প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে হাদিউল মোবারককে ছুরিকাঘাত করে হত্যা করেছেন।

মৃতের প্রতিবেশী ও সিংহশ্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হাদিউল ইসলাম জানান, কয়েক দিন আগে মোবারক হোসেন বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন। আজ সকালে তাঁর বাড়ির পাশের জমির আইলে গাছ লাগানো নিয়ে প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে হাদিউল ও রফিকুলের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাদিউল মোবারককে ছুরি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে তিনি ও আশপাশের লোকজন ঘটনাস্থলে যান। পরে মোবারককে গুরুতর আহতাবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘আমরা খবর পেয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত