Ajker Patrika

আমরা আর সহ্য করতে পারছি না: শাহবাগে বক্তারা

প্রতিনিধি ঢাবি  
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৩: ০০
আমরা আর সহ্য করতে পারছি না: শাহবাগে বক্তারা

হামলার শিকার মন্দিরগুলো অতি শিগগির প্রয়োজনীয় সংস্কার করাসহ সাত দফা দাবি নিয়ে শাহবাগ অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। 

সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধ এখনো চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবরোধ চলবে বলে জানিয়েছেন জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী ও আন্দোলনের মুখপাত্র জয়দীপ দত্ত। 

জয়দীপ দত্ত বলেন, 'আমাদের দাবিগুলো আদায় না হওয়া অথবা আদায়ের আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়বো না।' 

অবরোধ ও দাবির প্রতি সংহতি প্রকাশ করে সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুশল বরণ চক্রবর্তী বলেন, 'আফগানিস্তানে যেহেতু তালিবান ক্ষমতায় আছে। তাই এদেশের মৌলবাদী শক্তিগুলো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আজ মৌলবাদী শক্তিগুলো ঘাপটি মেরে আছে। মৌলবাদী এই অপশক্তিগুলোর বিষদাঁত উপড়ে না ফেলতে পারলে তারা শিকড় গেঁড়ে বসবে।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের চেয়ারম্যান ললিতা মণ্ডল বলেন, 'যেকোনো দেশে সংখ্যালঘু হয়ে জন্মগ্রহণ করা পাপ। কিন্তু আমাদের দেশে একে একে আমরা যেভাবে নিগৃহীত হচ্ছি। তা আমাদেরকে খুব জ্বালাতন করছে। আমরা আর সহ্য করতে পারছি না। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ললিতা মণ্ডল বলেন, 'মা, (প্রধানমন্ত্রী) আমরা সকলে আপনার জন্য প্রার্থনা করি। অনেকে আপনার বদনাম ও দুর্নাম করতে চায়। কিন্তু আমরা জানি আপনি কে! আপনি আমাদের মা'র সমতুল্য। আপনি চাইলে সব সম্ভব। অতিদ্রুত হামলাকারী ও দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান এই শিক্ষক। 

দাবিগুলো হলো:

  • হামলার শিকার মন্দিরগুলো অতি শীঘ্রই প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
  • বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ক্ষতিপূরণ দিতে হবে। 
  • ধর্ষণ ও হত্যার শিকার পরিবারগুলোকে স্থায়ী ক্ষতিপূরণ দিতে হবে; দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। 
  • জাতীয় সংসদে আইন প্রয়ণের মাধ্যমে মন্দির ও সংখ্যালঘুদের বাসাবাড়িতে সাম্প্রদায়িক হামলার দায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 
  • সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। 
  • হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আধুনিকায়ন করে ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। 
  • জাতীয় বাজেটে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জিডিপির ১৫% বরাদ্দ রাখতে হবে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত