Ajker Patrika

সহিংসতা-নাশকতার ২০১ মামলায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ২২০৯ 

নিজস্ব প্রতিবেদক
সহিংসতা-নাশকতার ২০১ মামলায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ২২০৯ 

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে ২০১ টি। নাশকতা-সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে এসব মামলায় এ পর্যন্ত ২ হাজার ২০৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কেএন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন। 

কেএন রায় নিয়তি জানান, সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার ৭৩ মামলায় ১ হাজার ৭৫৮—কে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর আজ ১২৮ মামলায় ৪৫১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে ২০১ জনকে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। 

এর আগে, গত সোমবার নাশকতাকারীদের ধরিয়ে দিতে ডিএমপি একটি হটলাইন চালু করে। হটলাইন নম্বর ০১৩২০২০২০২০। এই নম্বরে ফোন দিয়ে নাশকতাকারীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখবে পুলিশ বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত