Ajker Patrika

কারও আমানতের খেয়ানত করিনি: প্রতিমন্ত্রী রাসেল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
কারও আমানতের খেয়ানত করিনি: প্রতিমন্ত্রী রাসেল

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘আমার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ন করেছি। আমার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নেই। কারও জমি দখল করিনি। কোনো দোকানপাট দখল করিনি। সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের জোয়ার বয়ে এনেছি। কারও আমানতের খেয়ানত করিনি। তাই ভোটারেরা আমাকেই বেছে নেবে। নৌকার বিজয় হবে।’ 

আজ শুক্রবার দুপুরে টঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নামাজ শেষে মুসল্লি ও এলাকার জন সাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। রাসেল গাজীপুর ২ আসনের বর্তমান এমপি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। 

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দীন সরকার তার সঙ্গে ভোটের প্রচারণায় অংশ নেন। 

জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রী রাসেল নেতা কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। এ সময় তিনি এলাকার পথচারী, ব্যবসায়ী, মুরুব্বিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে গিয়ে নৌকার পক্ষে ভোট ও দোয়া প্রার্থণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত