Ajker Patrika

সীমান্ত পার হলেই অস্ত্রের দাম বেড়ে যায় ৫০ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৫৫
Thumbnail image

রাজধানীর মিরপুর, দারুসসালাম ও গাবতলী এলাকা থেকে অস্ত্র-গুলি ও প্রাইভেটকারসহ আন্তর্দেশীয় পাঁচ অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন, আকুল হোসেন, ইলিয়াস হোসেন, আব্দুল আজিম, ফারুক হোসেন ও ফজলুর রহমান। এ সময় তাঁদের থেকে  ৮টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ১৬ টি ম্যাগাজিন ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। 

এ কে এম হাফিজ আক্তার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, এই অস্ত্র ব্যবসা চক্রের মূল হোতা আকুল নিজে বা তার বিশ্বস্ত লোকজনের মাধ্যমে বেনাপোল সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে যশোর, খুলনা, বাগেরহাট, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় অস্ত্র সরবরাহ করত। সে ২০১৪ সাল থেকে দুই শতাধিক অস্ত্র নিজে বিক্রি করেছে বলে জানায়। গ্রেপ্তারকৃতরা অস্ত্র চোরাচালানসহ চক্রের সদস্যরা তক্ষক প্রতারণা, সীমান্ত পিলার, সাপের বিষ, স্বর্ণ চোরাচালান, প্রত্নতাত্ত্বিক মূর্তি, ইয়াবা ও মাদক আইস এর ব্যবসা করে আসছে। 

দৈনিক আজকের পত্রিকার প্রতিবেদকের করা এক প্রশ্নের ডিবি প্রধান বলেন, ভারতে তৈরি এসব অবৈধ অস্ত্র ২৮ / ৫০ হাজার টাকায় ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন পার্টির নিকট ৮০ / ৯০ হাজার টাকায় বিক্রয় করত এই চক্রটি। 

এই অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সম্প্রতি গোয়েন্দা গুলশান বিভাগ পুলিশ বিভিন্ন অপরাধীদের কাছ থেকে বেশ কয়েকটি অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করে। মামলা গুলির তদন্তকালে জানা যায়, অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীর একটি সংঘবদ্ধ গ্রুপ দেশের সীমান্তবর্তী এলাকা যশোর জেলার বেনাপোল হতে অস্ত্র ও গুলি সংগ্রহ করে তা সারা দেশে অপরাধীদের নিকট সরবরাহ করছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে দেশের সীমান্তবর্তী যশোর জেলার বেনাপোল এলাকার কে বা কারা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত তা জানার লক্ষ্যে গোয়েন্দা তথ্য করা হয়। তদন্তের একপর্যায়ে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আন্তর্জাতিক অস্ত্র কেনা-বেচা দলের সদস্যরা বেশ কিছু অস্ত্র ও গুলি নিয়ে অপরাধীদের নিকট বিক্রয়ের উদ্দেশে  প্রাইভেটকারে গাবতলী বাসস্ট্যান্ড হয়ে ঢাকা প্রবেশের চেষ্টা করে। তখনই তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আকুল হোসেন শার্শা উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। এর আগে ২০১৯ সালে আকুলের বাড়ি থেকে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র, ম্যাগজিন ও মাদক উদ্ধার করেছিল পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত