নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে ১৪ মামলার আসামি আফজাল হোসেনকে (৪২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার দেওভোগ হাশেমবাগ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আফজাল ফতুল্লার বাংলাবাজার এলাকার এবাদুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যাসহ ১৪টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আধিপত্য নিয়ে বিরোধের জেরে আফজালকে ধরে নিয়ে যায় প্রতিপক্ষ রাজু প্রধান, রাসেল, রাশেদসহ ১০-১৫ জন। তাঁরা আফজালকে হাশেমবাগ এলাকায় নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাশেমবাগ এলাকার বাসিন্দা সুজন মিয়া বলেন, কয়েক দিন আগেই রাজু প্রধান বাহিনীর কয়েকজনকে কুপিয়ে আহত করেছিল আফজাল ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় ফতুল্লা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হলে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করে। এর মধ্যে আজ দুপুরে আফজালকে রাস্তায় একা পেয়ে তুলে নিয়ে যান রাজুর অনুগামীরা। পরে তাঁকে কুপিয়ে হত্যা করেন।
ফতুল্লার থানার ওসি দিপু বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত আফজালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত।
ওসি আরও বলেন, ‘আধিপত্য নিয়ে দুই গ্রুপের বিরোধে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে ১৪ মামলার আসামি আফজাল হোসেনকে (৪২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার দেওভোগ হাশেমবাগ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আফজাল ফতুল্লার বাংলাবাজার এলাকার এবাদুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যাসহ ১৪টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আধিপত্য নিয়ে বিরোধের জেরে আফজালকে ধরে নিয়ে যায় প্রতিপক্ষ রাজু প্রধান, রাসেল, রাশেদসহ ১০-১৫ জন। তাঁরা আফজালকে হাশেমবাগ এলাকায় নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাশেমবাগ এলাকার বাসিন্দা সুজন মিয়া বলেন, কয়েক দিন আগেই রাজু প্রধান বাহিনীর কয়েকজনকে কুপিয়ে আহত করেছিল আফজাল ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় ফতুল্লা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হলে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করে। এর মধ্যে আজ দুপুরে আফজালকে রাস্তায় একা পেয়ে তুলে নিয়ে যান রাজুর অনুগামীরা। পরে তাঁকে কুপিয়ে হত্যা করেন।
ফতুল্লার থানার ওসি দিপু বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত আফজালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত।
ওসি আরও বলেন, ‘আধিপত্য নিয়ে দুই গ্রুপের বিরোধে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই পথচারী গুরুতর আহত হয়েছেন।
২ মিনিট আগেমানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের চিতল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে।
১৮ মিনিট আগেগাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাতের মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে গাইবান্ধা সরকারি কলেজ গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ফেরদৌস আহমেদ নেহাল (২৫) সাঘাটা উপজেলার হাট ভরতখালি গ্রামের বাসিন্দা।
৩৫ মিনিট আগেনোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে আটক করা হয়।
৩৯ মিনিট আগে