Ajker Patrika

অমতে বিয়ে ঠিক করায় কিশোরীর আত্মহত্যার অভিযোগ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
অমতে বিয়ে ঠিক করায় কিশোরীর আত্মহত্যার অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে শারমিন (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার মৌশা গ্রামের নিজ ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় শারমিনকে পাওয়া যায়। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শারমিন ছোট মৌশা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের শাহিন আলমের মেয়ে। প্রতিবেশীরা জানিয়েছেন, পছন্দের ছেলেকে বাদ দিয়ে অন্যত্র বিয়ে ঠিক করায় ওই ছাত্রী আত্মহত্যা করেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শারমিন স্কুলে পড়ার সময় স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বাবা–মা সে সম্পর্ক মেনে না নিয়ে অন্যত্র বিয়ে ঠিক করেন। তাকে আংটিও পরানো হয়। এ নিয়ে মা–মেয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেই অভিমানে শনিবার বিকেলে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি নেয় শারমিন। 

স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই ছাত্রীর মৃত্যুর খবর পেয়েছি। তবে কী কারণে মারা গেছে সে বিষয়ে বিস্তারিত জানি না। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রমিতা বলেন, গলায় আঘাতের চিহ্ন পাওয়ায় প্রাথমিকভাবে অপমৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। 

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মৃত্যুর রহস্য উন্মোচনে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত