নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই নারী ক্রিকেটারের পর দেশে আরও একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। সংক্রমিত ব্যক্তি পুরুষ, তিনি ঢাকার বাসিন্দা। ৫৬ বছর বয়সী ওই ব্যক্তির তাঁর নাম বলা হয়নি।
জিআইএসএআইডি বলছে, গত ২৩ ডিসেম্বর ওমিক্রন সংক্রমিত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। পরে ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) সেটি জিনোম সিকোয়েন্স করে ওমিক্রনের অস্তিত্ব পেয়েছে।
এর আগে গত ১১ ডিসেম্বর আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। এই নিয়ে দেশে তিনজনের শরীরে নতুন এই ধরনটি পাওয়া গেল।
এদিকে ডেলটার মতো ভয়ংকর না হলেও দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। যার শিকার হয়েছে এরই মধ্যে বিশ্বের অন্তত ১১০টি দেশ। বাংলাদেশও ধরনটির এখনো বিস্তার না হলেও প্রতিবেশী ভারতে এটিতে আক্রান্তের হার বেড়েই চলেছে।
তবে ভারতসহ ওমিক্রনের শিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্বাভাবিক থাকায় দেশে ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা তীব্র হচ্ছে। যাতে এক ধাপ এগিয়ে গেল নতুন আরেকজনের আক্রান্তের মধ্য দিয়ে।
বিশ্লেষকেরা বলছেন, আগামী বছরের মার্চের দিকে দেশে ওমিক্রনের বিস্তার ব্যাপকভাবে বাড়তে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমদের আজকের পত্রিকাকে বলেন, ওমিক্রন আসবে এটা অবধারিত। কিন্তু কত দ্রুত আসবে এবং কতটা বিস্তার ঘটবে সেটি নির্ভর করবে আমাদের ব্যবস্থার ওপর। বিশেষ করে বিমানবন্দরে আমাদের ব্যবস্থা আরও ভালো হওয়া দরকার।
তিনি বলেন, দেশে এই মুহূর্তে যারা আক্রান্ত হচ্ছেন তাদের কেউ কেউ হয়তো ওমিক্রনের শিকারও হতে পারেন। ভারতসহ অন্যান্য দেশ যখনই কারও ওমিক্রন পাচ্ছে, প্রকাশ করছে। আমাদেরও তাই করা উচিত। বিশেষ করে আক্রান্তদের আইসোলেশন করতে হবে। এতে করে সংক্রমণের বিস্তার ঠেকানো সম্ভব হবে।
দুই নারী ক্রিকেটারের পর দেশে আরও একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। সংক্রমিত ব্যক্তি পুরুষ, তিনি ঢাকার বাসিন্দা। ৫৬ বছর বয়সী ওই ব্যক্তির তাঁর নাম বলা হয়নি।
জিআইএসএআইডি বলছে, গত ২৩ ডিসেম্বর ওমিক্রন সংক্রমিত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। পরে ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) সেটি জিনোম সিকোয়েন্স করে ওমিক্রনের অস্তিত্ব পেয়েছে।
এর আগে গত ১১ ডিসেম্বর আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। এই নিয়ে দেশে তিনজনের শরীরে নতুন এই ধরনটি পাওয়া গেল।
এদিকে ডেলটার মতো ভয়ংকর না হলেও দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। যার শিকার হয়েছে এরই মধ্যে বিশ্বের অন্তত ১১০টি দেশ। বাংলাদেশও ধরনটির এখনো বিস্তার না হলেও প্রতিবেশী ভারতে এটিতে আক্রান্তের হার বেড়েই চলেছে।
তবে ভারতসহ ওমিক্রনের শিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্বাভাবিক থাকায় দেশে ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা তীব্র হচ্ছে। যাতে এক ধাপ এগিয়ে গেল নতুন আরেকজনের আক্রান্তের মধ্য দিয়ে।
বিশ্লেষকেরা বলছেন, আগামী বছরের মার্চের দিকে দেশে ওমিক্রনের বিস্তার ব্যাপকভাবে বাড়তে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমদের আজকের পত্রিকাকে বলেন, ওমিক্রন আসবে এটা অবধারিত। কিন্তু কত দ্রুত আসবে এবং কতটা বিস্তার ঘটবে সেটি নির্ভর করবে আমাদের ব্যবস্থার ওপর। বিশেষ করে বিমানবন্দরে আমাদের ব্যবস্থা আরও ভালো হওয়া দরকার।
তিনি বলেন, দেশে এই মুহূর্তে যারা আক্রান্ত হচ্ছেন তাদের কেউ কেউ হয়তো ওমিক্রনের শিকারও হতে পারেন। ভারতসহ অন্যান্য দেশ যখনই কারও ওমিক্রন পাচ্ছে, প্রকাশ করছে। আমাদেরও তাই করা উচিত। বিশেষ করে আক্রান্তদের আইসোলেশন করতে হবে। এতে করে সংক্রমণের বিস্তার ঠেকানো সম্ভব হবে।
আজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
১১ মিনিট আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
৩১ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আপনাদের এই জমায়েত আমাদের বিশ্বাস করায়, যারা এখন মামলা বাণিজ্য করছেন, যারা চাঁদাবাজি করছেন, তাঁদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকতে
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলায় লাথি মেরে জেবিন আক্তার (৩০) নামের এক নারীকে হত্যার অভিযোগে উঠেছে। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামীকে আটক করেছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে