গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে হস্ত ও কুটিরশিল্প বাণিজ্য মেলার নামে চলা জুয়া খেলার আসর বন্ধ করে দিয়েছে মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে মেলাটি বন্ধ করে দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার আজকের পত্রিকার অনলাইনে ‘নামে কুটিরশিল্প মেলা, আড়ালে চলছে জুয়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে হস্ত ও কুটিরশিল্প মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়। কিন্তু শর্ত ভঙ্গ করে বেশি লাভের লোভ দেখিয়ে মেলার বাইরে জেলাব্যাপী টিকিট বিক্রি করা হচ্ছিল, যা জুয়ার শামিল। এ কারণে মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের নির্দেশে শর্ত ভঙ্গের কারণে মেলাটি বন্ধ করে দেওয়া হয়।
সালাহউদ্দিন আরও বলেন, ‘মেলায় টিকিটের মাধ্যমে জুয়া আইন অনুযায়ী জুয়ার আলামত পাওয়া গেছে। আমরা মনে করি, এটি অনৈতিক ও আইনবিরোধী, তাই আমরা মেলাটি বন্ধ করে দিচ্ছি।’
গত ১৮ এপ্রিল এই মেলা শুরু হয়। হস্ত ও কুটিরশিল্পের মেলা নাম দেওয়া হলেও এখানে হস্ত ও কুটিরশিল্পের পণ্য বিক্রির কোনো দোকান বা স্টল স্থাপন করা হয়নি। আকর্ষণীয় পুরস্কারের লোভ দেখিয়ে লটারির টিকিট বিক্রি করে আয়োজকেরা টাকা আয় করছিলেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার বলেন, ‘মেলার আড়ালে লটারির মাধ্যমে জুয়ার বিষয়টি আমাদের জানা ছিল না। পত্রিকায় নিউজ দেখার পর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরাও বিষয়টি সম্পর্কে খোঁজ নিই। পরে মেলাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে হস্ত ও কুটিরশিল্প বাণিজ্য মেলার নামে চলা জুয়া খেলার আসর বন্ধ করে দিয়েছে মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে মেলাটি বন্ধ করে দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার আজকের পত্রিকার অনলাইনে ‘নামে কুটিরশিল্প মেলা, আড়ালে চলছে জুয়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে হস্ত ও কুটিরশিল্প মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়। কিন্তু শর্ত ভঙ্গ করে বেশি লাভের লোভ দেখিয়ে মেলার বাইরে জেলাব্যাপী টিকিট বিক্রি করা হচ্ছিল, যা জুয়ার শামিল। এ কারণে মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের নির্দেশে শর্ত ভঙ্গের কারণে মেলাটি বন্ধ করে দেওয়া হয়।
সালাহউদ্দিন আরও বলেন, ‘মেলায় টিকিটের মাধ্যমে জুয়া আইন অনুযায়ী জুয়ার আলামত পাওয়া গেছে। আমরা মনে করি, এটি অনৈতিক ও আইনবিরোধী, তাই আমরা মেলাটি বন্ধ করে দিচ্ছি।’
গত ১৮ এপ্রিল এই মেলা শুরু হয়। হস্ত ও কুটিরশিল্পের মেলা নাম দেওয়া হলেও এখানে হস্ত ও কুটিরশিল্পের পণ্য বিক্রির কোনো দোকান বা স্টল স্থাপন করা হয়নি। আকর্ষণীয় পুরস্কারের লোভ দেখিয়ে লটারির টিকিট বিক্রি করে আয়োজকেরা টাকা আয় করছিলেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার বলেন, ‘মেলার আড়ালে লটারির মাধ্যমে জুয়ার বিষয়টি আমাদের জানা ছিল না। পত্রিকায় নিউজ দেখার পর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরাও বিষয়টি সম্পর্কে খোঁজ নিই। পরে মেলাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।’
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটকে করেছে।
১২ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারার বরুমছড়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, নগদ টাকা ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় মো. আব্দুল মজিদ (৪২) নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
১ ঘণ্টা আগেসমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পর দেশে স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। তারা পরিকল্পিতভাবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
১ ঘণ্টা আগেজুলকার নাইম বলেন, “ভাই, আমি মরি নাই। এখনো বেঁচে আছি। পত্রিকার পাতায় নিজের ছবি দেখে হতবাক হয়ে যাই। সকালে বাজারে গেলে পরিচিত অনেকে চেয়ে থাকে। কেউ কেউ তো বলেই বসেছে, তুই নাকি মারা গেছিস। বাড়ি ফিরে গিয়ে মা-বাবাকে সব খুলে বলেছি।”
১ ঘণ্টা আগে