Ajker Patrika

মহাসড়কে বস্তা ফেলে ডাকাতি, ট্রাকচালককে ছুরিকাঘাতে হত্যা 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মহাসড়কে বস্তা ফেলে ডাকাতি, ট্রাকচালককে ছুরিকাঘাতে হত্যা 

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে বস্তা ফেলে ডাকাতির সময় ছুরিকাঘাতে নাজমুল ওরফে আজিজুল (৩৫) নামের এক ট্রাকচালককে হত্যা করা হয়েছে। এ সময় ডাকাত দলের হামলায় চালকের সহকারী আবু তালেব (২৫) আহত হন। তিনি ট্রাকচালকের শ্যালক। 

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার যতীন্দ্র নারায়ণ (গোয়ালবাড়ি) গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। 

পুলিশ ও আহত আবু তালেব জানান, তিনি এবং তাঁর ভগ্নিপতি গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ট্রাকে ভুট্টাবোঝাই করে বগুড়ার উদ্দেশে রওনা হন। পথে রাত দেড়টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের মা সিএনজি ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছালে মহাসড়কে একটি বস্তা পড়ে থাকতে দেখে ট্রাক থামান। 

পরে ট্রাক থেকে নেমে সড়কে পড়ে থাকা বস্তা সরাতে গেলে ১০-১২ জন দেশীয় অস্ত্রসহ এসে তাঁকে ঘিরে ফেলেন। এ সময় ডাকাতেরা ট্রাকচালকের সঙ্গে থাকা ১৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং মারধর করেন। একপর্যায়ে ডাকাত দল ট্রাকচালকের বুকে ছুরিকাঘাত করে। এ সময় আশপাশের লোকজন ও পুলিশের টহল দল এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যান। 

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) অটল কুমার জানান, আহত হেলপারের আর্তচিৎকার শুনে টহল টিমের সদস্যদের নিয়ে এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। তারা যাওয়ার আগেই চালকের বুকে ডাকাত দলের সদস্যরা ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পরে তাঁর লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত